সাক্ষাৎ যেন দেবী দূর্গা, ত্রিশূল হাতে ছবি পোস্ট ঋতাভরীর, মাতৃরূপে মুগ্ধ অনুরাগীরা

হাতে আর মাত্র কয়েকদিন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর কাউন্টডাউন। সারা শহর আবার সেজে উঠবে আলোয়। পুজোর শপিংও চলছে জোরকদমে। এর পাশাপাশি কোন পুজোর কী থিম তা জানতেও মুখিয়ে রয়েছেন সকলেই। অনেকে আবার কোনদিন কোথায় যাবেন তার ছকও কষে ফেলেছেন।  একাধিক সেলিব্রিটিরা দূর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর।  তারকাদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই পুজোর হদিশ পেয়ে যাবেন অনায়াসেই। এবার নজরকাড়া পুজোর হদিশ দিলেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মাতৃরূপে ধরা দিলেন  ঋতাভরী, ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে।


হাতে আর মাত্র কয়েকদিন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর কাউন্টডাউন। সারা শহর আবার সেজে উঠবে আলোয়। পুজোর শপিংও চলছে জোরকদমে। এর পাশাপাশি কোন পুজোর কী থিম তা জানতেও মুখিয়ে রয়েছেন সকলেই। অনেকে আবার কোনদিন কোথায় যাবেন তার ছকও কষে ফেলেছেন।  একাধিক সেলিব্রিটিরা দূর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর।  তারকাদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই পুজোর হদিশ পেয়ে যাবেন অনায়াসেই। এবার নজরকাড়া পুজোর হদিশ দিলেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মাতৃরূপে ধরা দিলেন  ঋতাভরী, ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে।


ঋতাভরীর শেয়ার করা ছবিতে লাল পাড় সাদা শাড়ি পরে দেখা গেছে ঋতাভরীকে। গলায় রুদ্রাক্ষের মোটা মালা,কোমড়ে কোমড় বন্ধনী, কপালে চন্দনের সাজ, মাথায় মুকুট, হাতে ত্রিশূল নিয়ে দেবী দূর্গার সাজে ধরা দিয়েছেন ঋতাভরী। ছবির ক্যাপশনে লিখেছেন,  এবার পূজো নজরকাড়া, আসতেই হবে দক্ষিণপাড়া। এলো শরৎ, এলো উৎসবের দিন, এলো শুভক্ষণ। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির এবছরের শারদীয়া উৎসবের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর আমি। সকলের কাছে বিনীত অনুরোধ, আসুন, একসাথে সামিল হই এই মহামিলনের উৎসবে। সভাপতি : শ্রী রাজীব চৌধুরী, সৃজনে : পাপাই সাঁতরা, প্রতিমা : দীপঙ্কর পাল, আবহ : সৈকত দেব, আলোক নির্দেশনায় : কুণাল পাঠক। 

Latest Videos

ঋতাভরীর পুজোর প্ল্যান তো রেডি,  আর আপনার। অভিনেত্রীর সঙ্গে শারদীয়া উৎসবে সামিল হতে আপনাকেও আসতে হবে দক্ষিণপাড়া দুর্গোৎসবে। টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী।ফ্যাশনে স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার শরীর বিহঙ্গে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে উষ্ণতার পারদ সর্বদাই তুঙ্গে। শরীরী নেশায় ভক্তদের কালঘাম ছুটিয়েছেন নেটপাড়ার হট সেনসেশন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীকে দেখতেই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়।  টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী যেন সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। শরীরী উষ্ণতায় পারদ চড়াতে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ঋতাভরীর কাছে।গত বছর অসুস্থ থাকার জন্য সেভাবে কাজ করতে পারেননি। এবার একসঙ্গে বেশ কয়েকটি কাজ করছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি   'ফাটাফাটি'-তে কাজ করতে চলেছেন ঋতাভরী। যেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে। ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে দেখা যাবে তাকে।  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today