পরিবারের সঙ্গে নাকি প্রিয়জনকে নিয়ে নিভৃতে একান্তে, কেমন কাটছে সেলেবদের ইদ উৎসব?

আজ ইদ উৎসব। গত কয়েকবছর ধরেই করোনা অতিমারিতে সমস্ত উৎসবের রং ফিকে হয়েছিল। করোনার প্রকোপ কমতেই নিউ নর্মালে  ফিরেছে সকলেই। চলতি বছরের ইদ উৎসবে সামিল হয়েছে সকলেই। সারা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ।  সকাল সকাল সমস্ত অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। কেউই নিজের পরিবারের সঙ্গে, কেউবা প্রিয়জনকে নিয়ে একান্তে, কেউ আবার সমুদ্র সৈকতে-ঠিক এভাবেই ইদ সেলিব্রেশনে মেতেছেন তারকারা। একনজরে দেখে নিন কেমন কাটছে সেলেবদের ইদ।

আজ ইদ উৎসব। গত কয়েকবছর ধরেই করোনা অতিমারিতে সমস্ত উৎসবের রং ফিকে হয়েছিল। করোনার প্রকোপ কমতেই নিউ নর্মালে  ফিরেছে সকলেই। চলতি বছরের ইদ উৎসবে সামিল হয়েছে সকলেই। সারা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ।  সকাল সকাল সমস্ত অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। কেউই নিজের পরিবারের সঙ্গে, কেউবা প্রিয়জনকে নিয়ে একান্তে, কেউ আবার সমুদ্র সৈকতে-ঠিক এভাবেই ইদ সেলিব্রেশনে মেতেছেন তারকারা। একনজরে দেখে নিন কেমন কাটছে সেলেবদের ইদ।

অভিনেত্রী জয়া এহসানও ঢাকায় নিজের পরিবারের সঙ্গে ইদ সেলিব্রেশন করছেন। হাজারো কাজ থাকলেও এই দিনটা পুরো পরিবারের সঙ্গে নিজের বাড়ি ঢাকাতেই কাটাতে পছন্দ করেন জয়া এহসান। এবারও তেমনটাই করেছেন অভিনেত্রী। এপার বাংলাতে এসেও বাজিমাত করেছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছে জয়া।  বয়স প্রায়  ৫০-এর কোটায় পৌঁছালেও তাকে দেখে বোঝার সাধ্য নেই। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া। ইতিমধ্যেই ঝুলিতে রয়েছে একগুচ্ছ নয়া প্রজেক্টের কাজ। তার মধ্যে কলকাতায় শুটিং শুরু করে দিয়েছেন আপকামিং ছবি 'পুতুল নাচের ইতিকথা'-র। এই প্রথম পরিচালক সুমন মুখোপাধ্যায়ের ফিচার ফিল্মের জন্য কাজ করছেন অভিনেত্রী।

Latest Videos

 

 

এবারের পবিত্র ইদ অনেকটা বেশি স্পেশ্যাল নুসরত জাহানের কাছে। কারণ ছেলে হওয়ার পর জীবনে প্রথমবার ইদ সেলিব্রেট করছে নুসরত জাহান। এই কারণের জন্যই এবারের ইদ ঘরোয়া ভাবেই সেলিব্রেট করেছেন টলিপাড়ার সাংসদ তারকা। এই প্রথমবার একরত্তি নিয়ে ইদ পালন করছেন নুসরত। সদ্যই যেহেতু শুটিং সেরে বিদেশ থেকে ফিরেছেন নায়িকা, তাই এই স্পেশ্যাল দিনটার পুরোটা ঈশানের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন নুসরত জাহান। ছেলে ইশানের সঙ্গেই বাড়িতেই ইদ সেলিব্রেশন করছেন নুসরত জাহান। নুসরত জানিয়েছেন, এবারের ইদ একদমই ঘরোয়া ভাবে পালন করবেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই ইদ সেলিব্রেশন করবেন নায়িকা। যেহেতু ছেলে ঈশানের প্রথম ইদ, তাই এবছরটা অনেক অনেক বেশি স্পেশ্যাল।ঈশানের সঙ্গে প্রথম ইদ সেলিব্রেশন করছেন নুসরত জাহান। সাদা রঙের স্লিভলেস সালোয়ার কামিজ পরে একটি ভিডিও শেয়ার করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত। খোলা চুল, কানে বড় কানের দুল, হালকা মেক আপে লাস্যময়ী নুসরত জাহান। নুসরত জানান,  ইদ মানেই কব্জি ডুবিয়ে খাওয়া। আজ বিরিয়ানি, শাহি টুকরা, শির খুরমা খাওয়ার দিন,জানিয়েছেন নুসরত জাহান।

 

 

সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে সরগরম ওপারবাংলা। বরাবরই শিরোনামে থাকেন মিথিলা। দুই বাংলাতেই সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে। কেমন করে ইদ কাটাচ্ছেন মিথিলা তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। মিথিলা এবার একটু অন্যভাবে ইদ সেলিব্রেট করছেন। এবছরের ইদে ঢাকায় নয়,  মিথিলা পাড়ি দিয়েছেন মহারাষ্ট্রের তাডোবা জঙ্গলে।  কয়েকদিন আগেই মেয়ে আয়রার জন্মদিন উপলক্ষ্যে জঙ্গল সাফারিতে গেছেন মিথিলা ও সৃজিত। তবে ইদের এই বিশেষ দিনে মায়ের হাতের তৈরি ফিরনি মিস করছেন মিথিলা। সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতে যে সিদ্ধহস্ত মিথিলা তাও প্রমাণ মিলেছে বারেবারে। সৃজিতের সঙ্গে ঘনিষ্ঠ রোম্যান্স হোক কিংবা ফোটোশ্যুট সর্বদাই নেটিজেনদের নজরে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। অভিনেত্রী ছাড়াও সমাজকর্মী হিসেবেই পরিচিত মিথিলা।

 

 

ঢালিউডের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নায়িকা পরীমণিকে নিয়ে সর্বদাই চর্চা চলেই আসছে। অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসার পর থেকে যেন সর্বদাই নেটিজেনদের চর্চায় রয়েছেন  পরীমণি। মা হওয়ার খবর দেওয়ার  পর থেকেই সকলের চোখ পরীমণির উপরে। একের পর এক নয়া বিতর্ক। কন্ট্রোভার্সি যেন পিছু ছাড়ছে না পরীমণির । বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ।  ঢালিউডের অন্দরে  পরীমণিকে নিয়ে চর্চা বেড়ে চলেছে। শিরোনামে কীভাবে থাকতে হয় তা মনে হয় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণির চেয়ে আর কেউ ভাল জানে না। ঢালিউডের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নায়িকা পরীমণি কীভাবে ইদ সেলিব্রেট করছে, তা জানতেও সকলে মুখিয়ে রয়েছেন। বিয়ের পর প্রথমবার ইদ সেলিব্রেট করছেন পরীমণি ও রাজ। তাদের ইদের দিনটিকে স্পেশ্যাল করে তুলতে দুদিন আগে তারা পাড়ি দিয়েছেন কক্সবাজারে। সমুদ্র-সৈকতেই বিয়ের পর প্রথম ইদ উদযাপন করছেন পরীমণি।

আরও পড়ুন-গর্জিয়াস স্কিনফিট মিনি ড্রেসে হট ক্লিভেজের উঁকি, উরুর খাঁজে আগুন জ্বালালেন 'সেক্সিয়েস্ট' মৌনি

আরও পড়ুন-সি-থ্রু পোশাকে স্পষ্ট ফুটে উঠল অন্তর্বাস, ফিনফিনে প্য়ান্ট পরে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড মালাইকা

আরও পড়ুন-ট্রান্সপারেন্ট পোশাক, আলো পরতেই গোপনাঙ্গ ঢাকতেই ব্যস্ত প্রিয়ঙ্কা, নিমেষে ছড়িয়ে পড়ল ছবি
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury