ঋতাভরীর হটনেসে এবার কাবু মেয়েরাও, প্রেম নিবেদেন করে বসল মহিলা ভক্ত

Published : Nov 03, 2020, 12:34 PM ISTUpdated : Nov 04, 2020, 01:55 AM IST
ঋতাভরীর হটনেসে এবার কাবু মেয়েরাও, প্রেম নিবেদেন করে বসল মহিলা ভক্ত

সংক্ষিপ্ত

ঋতাভরীর চক্রবর্তীর হটনেসে মুগ্ধ আট থেকে আশি এবার মহিলা ভক্তদের প্রেম নিবেদনে ভরছে ঋতাভরীর সোশ্যাল মিডিয়া হলুদ বডিকন পোশাকে ধরা দিতেই মন্তব্য মহিলাভক্তের জনসমক্ষেই চলল ঋতাভরীকে প্রেম নিবেদন 

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পোস্টে ফের নজর ঘুরল সকলের। হলুদ রঙের বডিকন ড্রেসে উঁকি মারছে তাঁর ভরা যৌবন। সেই যৌবনেই এবার মাথা ঘুরল মহিলা ভক্তদেরও। মেয়েদের মধ্যেও গার্ল ক্রাশ হয়ে উঠেছেন তিনি। প্রেম নিবেদন করে বসেছে একাধিক মেয়েরা। এছাড়াও হাই থাই স্লিটেড গাউনে 'স্কেয়ারিস্ট' থেকে হয়ে উঠেছেন সেক্সিয়েস্ট। লাল রঙের ভেলভেটিশ গাউনে ধরা দিয়েছেন ঋতাভরী। 

হ্যালোইন উপলক্ষেই এমন রেড হট ছবি পোস্ট করেন ঋতাভরী। দিন কতক আগে পোস্ট করেছিলেন বাড়ির দুই দুর্গার ছবি। এক তাঁর মা শতরূপা স্যানাল এবং তাঁর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, আমার বাড়ির দুগ্গা রা। মা এবং দিদি। পোস্ট দেখেই প্রশংসায় ভরিয়ে দিল নেটিজেনরা। প্রসঙ্গত, ঋতাভরীর পোস্ট মানেই, শোরগোল নেটদুনিয়ায়। 

আরও পড়ুনঃ'মোহর'র গল্পে ঘুরবে মোড়, ছাদনাতলায় কনে বদল করে কি মোহরকে আনবে শঙ্খ

 

লাল শাড়িতেই চলছে ঋতাভরীর 'লাল ইশ্ক'। এমনই ক্যাপশন দিয়ে এক ভিডিও, ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যা দেখে কৌতূহল জেগেছিল সকলের মনে। তবে কি প্রেমে পড়লেন তিনি। প্রেমে পড়েছেন তো ঠিকই, তবে ঋতাভরী নন, ভক্তরা প্রেমে পড়েছে তাঁর। নিত্যদিন প্রেমে পড়েন তাঁর। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা