বিদেশে গিয়ে নিগ্রহের শিকার গুরু রানধওয়া! কপালে পড়ল ৪টি সেলাই

swaralipi dasgupta |  
Published : Jul 31, 2019, 09:18 AM IST
বিদেশে গিয়ে নিগ্রহের শিকার গুরু রানধওয়া! কপালে পড়ল ৪টি সেলাই

সংক্ষিপ্ত

বিদেশে শো করতে গিয়ে এক ব্যক্তির রোষের মুখে পড়লেন পঞ্জাবী গায়ক গুরু রানধওয়া  অবশেষে মাথায় সেলাই নিয়ে ফিরতে হল দেশে কানাডার ভ্যানকিউভারের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গুরু রানধওয়া

বিদেশে শো করতে গিয়ে এক ব্যক্তির রোষের মুখে পড়লেন পঞ্জাবী গায়ক গুরু রানধওয়া। অবশেষে মাথায় সেলাই নিয়ে ফিরতে হল দেশে। কানাডার ভ্যানকিউভারের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গুরু রানধওয়া। কনসার্টের পরে স্টেজ থেকে নামর সময়ে এক ব্যক্তি এসে চড়াও হয় তাঁর উপরে এবং মুখের মধ্যে সজোরে আঘাত করে। 

আরও পড়ুনঃ তৃতীয় স্থানে নোবেল! মোটেই খুশি নন তাঁর ভক্তরা

রানধওয়ার এই খবর শুনে চিন্তায় পড়ে যান তাঁর ভক্তরা। এর পরে মঙ্গলবার দেশে ফিরে মাথায় ব্যান্ডেজ অবস্থায়ে একটি ছবি পোস্ট করে নিজের অবস্থার কথা জানান তিনি। গুরু রানধওয়ার পক্ষ থেকে তাঁর টিম ক্যাপশনে লেখেন, ভুরুতে চারটে সেলাই নিয়ে দেশে ফিরেছেন গুরু রানধওয়া।  কানাডার শো সফল হয়েছে। 

সেই পোস্টেই পুরো ঘটনার কথা জানায় তাঁর টিম। জানা যায়, ২৮ জুলাই ঘটনাটি ঘটে। এক দর্শক মঞ্চে উঠে আসতে চাইছিল। বারণ করায় শো-এর শেষে গায়কের উপরে চড়াও হয় সেই দর্শক।  স্থানীয় এক প্রোমোটার সুরিন্দর সাঙ্গেরিয়া সেই দর্শককে পাঠিয়েছিলেন বলে জানা যাচ্ছে পোস্টটি থেকে। শো-এর পরে ব্যাকস্টেজে এসে গুরু রানধওয়ার মুখে সজোরে ঘুষি মারে সেই দর্শক। সঙ্গে  সঙ্গে ভুরুর কাছ থেকে রক্তপাত হতে থাকে। এর পরে মঞ্চে গিয়ে নিজের অবস্থা দেখান গুরু রানধওয়া। তবে গায়ক মনে করছেন, তাঁর গুরু নানকই তাঁকে বাঁচিয়েছেন। 

ভারতে এসে অনেক নিরাপদ বোধ করছেন গুরু রানধওয়া। জানিয়েছে তাঁর টিম। খুব শীঘ্রই কাজও শুরু করে দেবেন  তিনি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার