বিদেশে গিয়ে নিগ্রহের শিকার গুরু রানধওয়া! কপালে পড়ল ৪টি সেলাই

  • বিদেশে শো করতে গিয়ে এক ব্যক্তির রোষের মুখে পড়লেন পঞ্জাবী গায়ক গুরু রানধওয়া
  •  অবশেষে মাথায় সেলাই নিয়ে ফিরতে হল দেশে
  • কানাডার ভ্যানকিউভারের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গুরু রানধওয়া
swaralipi dasgupta | Published : Jul 31, 2019 3:48 AM IST

বিদেশে শো করতে গিয়ে এক ব্যক্তির রোষের মুখে পড়লেন পঞ্জাবী গায়ক গুরু রানধওয়া। অবশেষে মাথায় সেলাই নিয়ে ফিরতে হল দেশে। কানাডার ভ্যানকিউভারের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গুরু রানধওয়া। কনসার্টের পরে স্টেজ থেকে নামর সময়ে এক ব্যক্তি এসে চড়াও হয় তাঁর উপরে এবং মুখের মধ্যে সজোরে আঘাত করে। 

আরও পড়ুনঃ তৃতীয় স্থানে নোবেল! মোটেই খুশি নন তাঁর ভক্তরা

Latest Videos

রানধওয়ার এই খবর শুনে চিন্তায় পড়ে যান তাঁর ভক্তরা। এর পরে মঙ্গলবার দেশে ফিরে মাথায় ব্যান্ডেজ অবস্থায়ে একটি ছবি পোস্ট করে নিজের অবস্থার কথা জানান তিনি। গুরু রানধওয়ার পক্ষ থেকে তাঁর টিম ক্যাপশনে লেখেন, ভুরুতে চারটে সেলাই নিয়ে দেশে ফিরেছেন গুরু রানধওয়া।  কানাডার শো সফল হয়েছে। 

সেই পোস্টেই পুরো ঘটনার কথা জানায় তাঁর টিম। জানা যায়, ২৮ জুলাই ঘটনাটি ঘটে। এক দর্শক মঞ্চে উঠে আসতে চাইছিল। বারণ করায় শো-এর শেষে গায়কের উপরে চড়াও হয় সেই দর্শক।  স্থানীয় এক প্রোমোটার সুরিন্দর সাঙ্গেরিয়া সেই দর্শককে পাঠিয়েছিলেন বলে জানা যাচ্ছে পোস্টটি থেকে। শো-এর পরে ব্যাকস্টেজে এসে গুরু রানধওয়ার মুখে সজোরে ঘুষি মারে সেই দর্শক। সঙ্গে  সঙ্গে ভুরুর কাছ থেকে রক্তপাত হতে থাকে। এর পরে মঞ্চে গিয়ে নিজের অবস্থা দেখান গুরু রানধওয়া। তবে গায়ক মনে করছেন, তাঁর গুরু নানকই তাঁকে বাঁচিয়েছেন। 

ভারতে এসে অনেক নিরাপদ বোধ করছেন গুরু রানধওয়া। জানিয়েছে তাঁর টিম। খুব শীঘ্রই কাজও শুরু করে দেবেন  তিনি। 

Share this article
click me!

Latest Videos

ভারত কীভাবে অলিম্পিক সোনা হারিয়েছে? Rajesh Kalra-র সঙ্গে সাক্ষাৎকারে Sebastian Coe জানালেন সেই কথা
‘হিন্দুরা মরুক মুখ্যমন্ত্রীর কোনো যায় আসে না!’ Mamata-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর
‘১৯৭১ সাল থেকেই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে Bangladesh-এ’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
'Bangladesh-কে Pakistan করে দিন!' বিস্ফোরক Suvendu!! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral
ভারত কী ২০৩৬-এ অলিম্পিকের আয়োজন করবে? Rajesh Kalra-র সঙ্গে সাক্ষাৎকারে কী বললেন Sebastian Coe