মা হওয়ার পর শুভশ্রীর প্রথম ছবি 'হাবজি গাবজি', রাজের পরিচালনায় থাকছেন পরমব্রতও

  • মা হওয়ার পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম ছবি
  • ফোনের প্রতি আসক্তি নিয়ে ভিন্ন ধারায় তৈরি 'হাবজি গাবজি'
  • প্রধান চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়
  • পরিচালনায় থাকছেন রাজ চক্রবর্তী
     

Asianet News Bangla | Published : Oct 1, 2020 6:29 PM IST / Updated: Oct 02 2020, 03:52 AM IST

ইউভান এসেছে শুভশ্রীর কোলে। মা হওয়ার পর শুভশ্রীর জীবন ভরেছে আনন্দে। মা হওয়ার পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম ছবি আসতে চলেছে সিনেপর্দায়। হাবজি গাবজি হল ছবির নাম। ফোনের প্রতি আসক্তি নিয়ে ভিন্ন ধারায় তৈরি 'হাবজি গাবজি'। অনলাইন গেমের প্রতি সকলের টান কমবেশি সাংঘাতিক রূপ ধারণ করে। নাওয়া, খাওয়া ভুলে মানুষজন মন দেয় সেই গেমে। কেবল নতুন প্রজন্মের উপর দোষ দেওয়াও সঠিক নয়। 

কারণ কমবেশি বিভিন্ন বয়সের গেমারদের আসক্তি রয়েছে এই বিষয়। তাদের নিয়ে এবার ছবি বানালেন রাজ চক্রবর্তী। শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। শুভশ্রীর মা হওয়ার আগেই হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। উত্তরবঙ্গে হয়েছিল ছবির একাংশের শ্যুটিং। প্রধান চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী এবং পরমব্রতকে। সঙ্গে থাকছে সাম্যন্তক দ্যুতি মৈত্রকে। 

 

 

মাছের ঝোল, বিনিসুতোয়, বরুণবাবুর বন্ধু, ছবিগুলিতে অভিনয় করতে দেখা গিয়েছে সাম্যন্তককে। সাম্যন্তকের ছেলেবেলার চরিত্রে অভিনয় করবে কাঞ্চন মল্লিকের ছেলে আয়ুষ। ছবির পরিচালনায় থাকছেন রাজ চক্রবর্তী। প্রলয় ছবির পর ফের একসঙ্গে হিরো-ডিরেক্টর জুটি হিসাবে ফিরছেন পরম-রাজ। এ বছর বড়দিনে মুক্তি পাচ্ছে ছবিটি। 

Share this article
click me!