২১ ফেব্রুয়ারির দিনটিকেই কেন 'ভ্যালেন্টাইন্স ডে' মানেন শুভশ্রী, রাজের জন্মদিনে প্রেমের গোপন ফাঁস

২১ ফেব্রুয়ারি দিনটি বড্ড স্পেশ্যাল শুভশ্রীর কাছে। প্রেম দিবস পেরিয়ে গেলেও এই বিশেষ দিনটিকেই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মানেন ইউভানের মাম্মা  (Subhashree Ganguly)  । সোমবার সাতসকালেই ইনস্টা পোস্টে তেমনটাই জানালেন টলি নায়িকা। কারণ আজ তার ভালবাসার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন। টলি পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর  (Happy Birthday Raj Chakraborty)আজ জন্মদিন। স্বামীর জন্মদিনের দিন ভালবাসায় ভরিয়ে দিলেন রাজকে , সেই সঙ্গে ভ্যালেন্টাইন ডে-র (Valentines Day) প্রেমের কাহিনিও ফাঁস করলেন টলি ডিভা।
 

 ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। কয়েকদিন আগেই শেষ হয়েছে ভালবাসার দিন উদযাপন। বাঙালির ভ্যালেন্টাইন শুরু হয় সরস্বতী পুজো দিয়ে আর শেষ হয় ভ্যালেন্টাইন ডে দিয়ে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র (Valentines Day)  দিনেই প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালবাসার মানুষকে  প্রেমে- আদরে ভরিয়ে দেন। তবে জানেন কি, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নয়, বরং ২১ ফেব্রুয়ারির দিনটিকেই ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)  হিসেবে মনেপ্রাণে মানেন শুভশ্রী গাঙ্গুলি  (Subhashree Ganguly)। কিন্তু কেন, কী এমন ঘটেছে এই বিশেষ দিনে, তা জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

২১ ফেব্রুয়ারি দিনটি বড্ড স্পেশ্যাল শুভশ্রীর কাছে। প্রেম দিবস পেরিয়ে গেলেও এই বিশেষ দিনটিকেই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মানেন ইউভানের মাম্মা  (Subhashree Ganguly)  । সোমবার সাতসকালেই ইনস্টা পোস্টে তেমনটাই জানালেন টলি নায়িকা। কারণ আজ তার ভালবাসার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন। টলি পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর  (Happy Birthday Raj Chakraborty)আজ জন্মদিন। স্বামীর জন্মদিনের দিন ভালবাসায় ভরিয়ে দিলেন রাজকে , সেই সঙ্গে ভ্যালেন্টাইন ডে-র (Valentines Day) প্রেমের কাহিনিও ফাঁস করলেন টলি ডিভা।

Latest Videos

 

 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন রাজ ঘরনি শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে লাল রঙের শর্ট ড্রেস পরে স্বামীর পাশে সোফায় বসে পোজ দিয়েছেন শুভশ্রী, এবং বার্থ ডে বয় রাজকে (Raj Chakraborty) কালো পোশাক, নীল জিন্সে দেখা গিয়েছে। স্বামীর সঙ্গে ভালবাসার ছবি শেয়ার করে শুভশ্রী (Subhashree Ganguly) লিখেছেন, আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি। ভালো থেকো অনেক। ভগবান যেন তোমাকে সবকিছু দেয়, এটাই প্রার্থনা করি। এই ছবির কমেন্টেই অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন রাজকে। রবিবার রাতেই প্রি-বার্থডে সেলিব্রেশনে মেতেছিলেন রাজশ্রী, সেই ছবি পোস্ট করেই বার্থ ডে বয়কে শুভেচ্ছা জানালেন শুভশ্রী  (Subhashree Ganguly)।

 

 

আরও পড়ুন-বক্ষযুগল ঢাকলেন গোলাপি ফুলে, 'ব্রা' ছাড়াই ব্লেজার চাপিয়ে ফের ভাইরাল উরফি

আরও পড়ুন-পোশাকের ফাঁক দিয়ে স্তনের উঁকিঝুকি, হাই থাই স্লিটে 'গোল্ডেন কুইন' রাইমা

আরও পড়ুন-সাদা বালিয়াড়িতে প্যান্ট ছাড়াই আনমনা শ্রাবন্তী,লো নেকের খাঁজে ভিড়মি খেলেন ভক্তরা

সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড অ্যাক্টিভ টলি নায়িকা শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) । সর্বদাই ফ্যানেদের সমস্ত আপডেট শেয়ার করে থাকেন শুভশ্রী। শিরোনামে কীভাবে থাকতে হয় তা মনে হয়, শুভশ্রীর থেকে আরও ভাল কেউ জানেন না।  টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সর্বদাই শিরোনামে থাকতে পছন্দ করেন। বড় পর্দায় আসতে চলেছে শুভশ্রীর আপকামিং ছবি 'ধর্মযুদ্ধ'। দুবছরের অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে। গত বছর এপ্রিলেই  'ধর্মযুদ্ধ'  মুক্তির দিনক্ষণ ঠিক করেছিল পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু করোনা পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে যায়। তারপর আবারও চলতি বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালেও ছবি মুক্তির ঘোষণা করে রাজ। তারপরও তা পিছিয়ে যায়। অবশেষে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)অভিনীত ছবি 'ধর্মযুদ্ধ' । চলতি বছরের ১২ আগস্ট মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি  'ধর্মযুদ্ধ'। ছবির নামেই বোঝা যাচ্ছে, ধর্মযুদ্ধের বিষয় ভাবনার। ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ, ধর্ম নিয়ে রাজনীতিই হল এই ছবির আসল প্রেক্ষাপট। 'ধর্মযুদ্ধ' মূলত একটি রাতে ঘটে যাওয়া দাঙ্গার কাহিনি।তবে ছবির বিষয়বস্তু ভীষণ প্রাসঙ্গিক। পরিণীতা-র পর ফের রূপোলি পর্দা মাতাতে আসছেন রাজ ঘরনি। শুভশ্রী ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র এবং স্বাতীলেখা সেনগুপ্ত। ছবিতে মুন্নীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজ  চক্রবর্তীর   'ধর্মযুদ্ধ' ছবিতে ফের নয়া অবতারে ঝড় তুলতে চলেছেন শুভশ্রী। অন্যদিকে চলতি বছরের ৩ জুন মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'হাবজি গাবজি'। একদম অন্য ধরনের এক গল্প নিয়ে হাজির হচ্ছে শুভশ্রী ও পরমব্রতর জুটি। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। ছবির বিষয়বস্তু বাস্তবের চিত্রটাকে তুলে ধরবে। অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার শিশুমনে কতটা প্রভাব ফেলে, এটাই হল সিনেমার মূল বিষয়বস্তু। ইতিমধ্যেই ছবি মুক্তির দিন গুনতে শুরু করেছেন অনুরাগীরা।  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
চোখের সামনেই গুঁড়িয়ে পড়লো আস্ত Ranaghat-এর এক বিল্ডিং! আতঙ্কে গোটা এলাকা | Nadia Latest News Today
Suvendu on Firhad : বাঘাযতীনে এসে ফিরহাদ হাকিমকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves