বছরের শেষ দিনেই মিলছে ছুটি, হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন নির্মলা মিশ্র

Published : Dec 31, 2020, 07:59 AM IST
বছরের শেষ দিনেই মিলছে ছুটি, হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন নির্মলা মিশ্র

সংক্ষিপ্ত

কেমন আছেন গায়িকা নির্মলা মিশ্র হাসপাতাল থেকে ছুটি কবে  কী জানাচ্ছেন ডাক্তারের বিশেষ টিম বছর শেষে স্বস্তিতে ভক্ত মহল 

বছর শেষেই মি সুখবর। ভাো আছ গায়িকা ির্মা মিশ্র। তবে পুরোপুরি সুস্থ এখ তিি । বার্ধক্য জণিত নানা কারণে শারীরিক জটিলতা বর্তমান। তবে করোনা রিপোর্ট নেগেটিভ থাকায় তাঁকে বাড়িতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারই মিলবে ছুটি। তবে বাড়িতে চলবে চিকিৎসা। রাখা হবে কড়া নজরদারীতে। 

গুরুতর অসুস্থ অবস্থায় নির্মলা মিশ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের সমস্যার কারণেই শারীরিক সমস্যা বাড়ছিল। সেই কারণেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছিল, যে ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ। তবে বর্তমানে অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন- উন্মুক্ত Baby Bump, শরীরে কেবল শার্ট জড়িয়ে চলল অনুষ্কার ম্যাটারনিটি ফোটোশ্যুট

রবিরারই করানো হয়েছিল করোনা টেস্ট। সোমবার সামনে আসে সেই টেস্টের রিপোর্ট। স্বস্তির খবর শোনালেন ডাক্তার। গায়িকার করোনা টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ। যদিও স্বাস্থ্যের আরও  বিভিন্ন পরীক্ষা চলছে। সংক্রমণ যাতে আর না ছড়ায় সেই দিকেও লক্ষ্য রেখেছেন ডাক্তারের বিশেষ টিম। বর্তমানে সংক্রমণ রয়েছে মূত্রনালীতে। শরীরে রক্তচাপ খানিক বেশি রয়েছে। 

এছাড়াও নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে বার্ধক্যজণিত কারনে। চলতি বছর এই নিয়ে দুবার হাসপাতালে ভর্তি করা হল গায়িকাকে। যার জেরেই উদ্বেগে ভক্তমহল। যদিও এখন অনেকটাই স্বাভাবিক রয়েছেন গায়িকা। চলছে চিকিৎসা। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার ফুসফুসে সংক্রমণ নিয়ে অসুস্থ হয়ে পড়তেই তৎপর পরিবার। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা