বছরের শেষ দিনেই মিলছে ছুটি, হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন নির্মলা মিশ্র

  • কেমন আছেন গায়িকা নির্মলা মিশ্র
  • হাসপাতাল থেকে ছুটি কবে 
  • কী জানাচ্ছেন ডাক্তারের বিশেষ টিম
  • বছর শেষে স্বস্তিতে ভক্ত মহল 

বছর শেষেই মি সুখবর। ভাো আছ গায়িকা ির্মা মিশ্র। তবে পুরোপুরি সুস্থ এখ তিি । বার্ধক্য জণিত নানা কারণে শারীরিক জটিলতা বর্তমান। তবে করোনা রিপোর্ট নেগেটিভ থাকায় তাঁকে বাড়িতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারই মিলবে ছুটি। তবে বাড়িতে চলবে চিকিৎসা। রাখা হবে কড়া নজরদারীতে। 

গুরুতর অসুস্থ অবস্থায় নির্মলা মিশ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের সমস্যার কারণেই শারীরিক সমস্যা বাড়ছিল। সেই কারণেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছিল, যে ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ। তবে বর্তমানে অবস্থা স্থিতিশীল।

Latest Videos

আরও পড়ুন- উন্মুক্ত Baby Bump, শরীরে কেবল শার্ট জড়িয়ে চলল অনুষ্কার ম্যাটারনিটি ফোটোশ্যুট

রবিরারই করানো হয়েছিল করোনা টেস্ট। সোমবার সামনে আসে সেই টেস্টের রিপোর্ট। স্বস্তির খবর শোনালেন ডাক্তার। গায়িকার করোনা টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ। যদিও স্বাস্থ্যের আরও  বিভিন্ন পরীক্ষা চলছে। সংক্রমণ যাতে আর না ছড়ায় সেই দিকেও লক্ষ্য রেখেছেন ডাক্তারের বিশেষ টিম। বর্তমানে সংক্রমণ রয়েছে মূত্রনালীতে। শরীরে রক্তচাপ খানিক বেশি রয়েছে। 

এছাড়াও নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে বার্ধক্যজণিত কারনে। চলতি বছর এই নিয়ে দুবার হাসপাতালে ভর্তি করা হল গায়িকাকে। যার জেরেই উদ্বেগে ভক্তমহল। যদিও এখন অনেকটাই স্বাভাবিক রয়েছেন গায়িকা। চলছে চিকিৎসা। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার ফুসফুসে সংক্রমণ নিয়ে অসুস্থ হয়ে পড়তেই তৎপর পরিবার। 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral