Hiya Day Movie: পটল কুমারকে মনে পড়ে, সেই এখন ধর্ষিতা-অন্তঃসত্ত্বা পরিণত চরিত্র নির্ভয়া

হাসিখুশি ছোট্ট প্রাণোচ্ছল মেয়েটিকে সবাই যে ধরনের চরিত্র দেখে অভ্যস্ত এই সিনেমা ঠিক তার বিপরীত। এক ধর্ষিতা এবং ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়া কিশোরীর ভূমিকায় অভিনয় করবে।

পটল কুমার (Potol Kumar) গানওয়ালা, ছোট্ট হিয়া (Hiya Dey) সকলের মন জয় করেছিল এই একটা ধারাবাহিকের মধ্যে দিয়ে। লিড চরিত্রে অভিনয় করা শুরু করেছিল মাত্র ৭ বছর বয়সে। এত ছোট বয়সে এত সুন্দর অভিনয়, পাশাপাশি চরিত্রের উপস্থাপনা সকলের মন জয় করে সিরিয়ালের টিআরপি (TRP) তুলে দিয়েছিল। সেই হিয়াই এখন সিনেমার পর্দায় (Movie)। অভিনয় করে ফেলল তার জীবনের প্রথম ছবি, নির্ভয়া ( Nirbhaya)। 

 

Latest Videos

 

হাসিখুশি ছোট্ট প্রাণোচ্ছল মেয়েটিকে সবাই যে ধরনের চরিত্র দেখে অভ্যস্ত এই সিনেমা ঠিক তার বিপরীত। এক ধর্ষিতা এবং ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়া কিশোরীর ভূমিকায় অভিনয় করবে। ছবি প্রস্তাব যখন হাতে পেয়েছিল তখন প্রথমটায় একটু দ্বিধা হলেও পরে তার মনে হয় এরকম চরিত্র পরবর্তীতে আর নাও পাওয়া যেতে পারে। তাই অভিনয়টাকে চ্যালেঞ্জের মত গ্রহণ করে এসে ঝাঁপিয়ে পড়েছিল এই ছবি করতেন। প্রশংসা পেয়েছে ভুরি ভুরি তার আগের কাজের জন্য। তাই‌ এবার সিনেমা নিয়েও আশাবাদী হিয়া।

আরও পড়ুন- ৭০ সপ্তাহ পার, সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে, কেন মিলছে না রায়, প্রশ্ন তুলে সরব নেটমহল

আরও পড়ুন- শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই যেকোনও ড্রাগ চিনির গুঁড়োতে পরিণত হবে, কটাক্ষ মন্ত্রীর

আরও পড়ুন- হটলুকে বাথরুমে ফ্রেমবন্দি রিয়া, একের পর এক ফ্রেমে শরীরী কায়দায় ভক্তদের ঘুম কাড়লেন সেনকন্যা

 

প্রথমটায় হিয়ার মা বেশ কিছুটা ধন্দে ছিলেন। জিজ্ঞাসা করেছিলেন মেয়েকে সে সত্যিই এই চরিত্রে অভিনয় করতে পারবে তো? মুহূর্তে হিয়া জানিয়েছিল সে পারবে, এবং নিজের সেরাটা নিংড়ে দিয়ে বর্তমানে সে অপেক্ষায় ছবির মুক্তির। তার ঠিক দু দিনের মাথায় জন্মদিন হিয়ার, হাজার ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। ফলে এখন অধীর আগ্রহে দিন গুনছে হিয়া দে।

   

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News