দেব-রুক্মিণীর মাঝে ঢুকে পড়ল তৃতীয় ব্যক্তি, অভিনেতার গায়ে ঝাঁপিয়ে পড়ে সটান চুমু খেলেন ঠোঁটে

 'কিশমিশ'- সিনেমার প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন দেব ও রুক্মিণী। সম্প্রতি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত  দেব ভেঞ্চার্সের আগামী ছবি 'কিশমিশ'-এর ট্রেলার।  টিনটিন ও রোহিণী সেনকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে শুরু থেকেই।  ট্রেলারেই যে বড় চমক দিতে চলেছেন দেব তা আর বলার অপেক্ষা রাখে না। সামনেই মুক্তি পেতে চলেছে দেব ও রুক্মিণী অভিনীত সিনেমা  'কিশমিশ'। একেই বলে কোমর বেঁধে মাছে নামা। এবার ছবির প্রচার করেই 'ইস্মার্ট জোড়ি'-র মঞ্চে হাজির টলিপাড়ার হট কাপল। কিন্তু প্রচার করতে গিয়েই রুক্মিণীর জীবনে সর্বনাশ নেমে এল। দেব ও রুক্মিণীর জীবনে ঢুকে পড়ল এক তৃতীয়  ব্যক্তি। কে সেই ব্যক্তি?

 'কিশমিশ'- সিনেমার প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন দেব ও রুক্মিণী। সম্প্রতি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত  দেব ভেঞ্চার্সের আগামী ছবি 'কিশমিশ'-এর ট্রেলার।  টিনটিন ও রোহিণী সেনকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে শুরু থেকেই।  ট্রেলারেই যে বড় চমক দিতে চলেছেন দেব তা আর বলার অপেক্ষা রাখে না। সামনেই মুক্তি পেতে চলেছে দেব ও রুক্মিণী অভিনীত সিনেমা  'কিশমিশ'। একেই বলে কোমর বেঁধে মাছে নামা। এবার ছবির প্রচার করেই 'ইস্মার্ট জোড়ি'-র মঞ্চে হাজির টলিপাড়ার হট কাপল। কিন্তু প্রচার করতে গিয়েই রুক্মিণীর জীবনে সর্বনাশ নেমে এল। দেব ও রুক্মিণীর জীবনে ঢুকে পড়ল এক তৃতীয়  ব্যক্তি। কে সেই ব্যক্তি?

স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শো- 'ইস্মার্ট জোড়ি'-র সঞ্চালক জিৎ এবার নিজেকে সামলাতে পারলেন না সুপারস্টার দেবকে দেখে। তিনিই এবার এন্ট্রি নিলেন দেব ও রুক্মিণীর জীবনে। জিৎ এবং দেবের ঘনিষ্ঠ রোম্যান্স দেখেই চক্ষু ছানাবড়া সকলের। রুক্মিণীর সামনে দাঁড়িয়ে দেবের উপর ঝাঁপিয়ে পড়ে সটান চুমু খেয়ে নিলেন জিৎ। ব্যস রুক্মিণী তো হতবাক। আসলে একটা খেলা ছিল যে দেব ও রুক্মিণী কে কতক্ষণ চোখের পলক না ফেলে তার দিকে তাকিয়ে থাকতে পারে। সেই খেলা প্রসঙ্গেই দেব বলে ফেলেন, জিৎ আর দেব যদি একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে তা অনেক বেশি দর্শক উপভোগ করবে। এটা বলেই হেঁসে ফেলেন দেব। রুক্মিণীও হাসিতে ফেটে পড়েন। দেবের এই কথা শুনে জিৎ যা করলেন তা হয়তো কারোর মাথাতেই আসেনি।  অভিনেতা বলেন, আমি গালে বা হাতে চুমু খেতে পারি না। আমি যদি এখন দেবকে চুমু খাই তবে দেবের ঠোঁটেই খাব। আর এই কীর্তি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।  দেবের গায়ে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে আর দেরি করেননি, তবে শেষমেষ গালেই চুম্বনে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন জিৎ। ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Latest Videos

 

 

দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ' ছবি নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। ট্রেলারেই বর্তমান আর অতীত মিলেমিশে একাকার হয়েছে। মা ও বাবার আদরের একমাত্র টিনটিন। যে কিনা কলেজে গিয়েই হয়ে উঠেছে ফেলুদা। ফেলুদা শুনে গোয়েন্দার কথাটা সবার প্রথমে মাথায় আসলেই এ সে ফেলুদা নয়, পড়াশোনায় ফেলুদা। তবে আঁকার হাত দুর্দান্ত। এই কলেজে গিয়েই টপার রোহিণী সেনকে দেখে প্রেমে পড়ে যায় টিনটিন। মারপিঠ, বন্ধুত্ব থেকে কখন যে জীবনে চলে আসে প্রেম, তা বুঝতে গিয়েই বড় বিপাকে পড়ে টিনটিন। একদিন রোহিণীর সকলের সামনেই সটান বলে দেয়, এত সিরিয়াস হয়ে গেলি, আমি তোকে ভালবাসি না বস। কারোর সাথে শুলেই বিয়ে করতে হবে, এমনটা সে ভাবে না এটা যেন কোনওমতেই  হজম হয় না টিনটিনের। তারপর কী করবে বুঝতে না পেরেই নেয় আত্মহত্যার সিদ্ধান্ত। লজ্জায়,ঘৃণায় কুঁকড়ে গিয়ে ব্লেড দিয়ে কব্জি কেটে নাকি আত্মহত্যাও করতে যায় দেব। তবে এইসবের মধ্যেই কলেজ শেষ হয়ে বাইরের জগতে পা রাখে দুজনেই। শেষমেষ সাধের কিশমিশ ধরা দেয় তাদের জীবনে। তারপর কী হবে তা নিয়ে উত্তেজনায় টগবগিয়ে ফুটছে দর্শক। রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিতে দেব ও রুক্মিণী ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, জুন মালিয়া, লিলি চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে। 'টনিক'-এর পর এই 'কিশমিশ'ও (Kishmish) যে বড় ব্লাস্ট করতে চলেছে বাংলা সিনেমায় তার আভাস ট্রেলারেই পেলেন দর্শক। চলতি বছরের ২৯ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি