'গুনগুন'র উপর নীলের নয়, অধিকারবোধ জন্মাল অন্য পুরুষের, কে সেই ব্যক্তি

Published : Nov 21, 2020, 03:16 PM ISTUpdated : Nov 22, 2020, 02:19 AM IST
'গুনগুন'র উপর নীলের নয়, অধিকারবোধ জন্মাল অন্য পুরুষের, কে সেই ব্যক্তি

সংক্ষিপ্ত

'গুনগুন' জীবন থেকে আউট নীল ভট্টাচার্য অন্যে পুরুষের অধিকারবোধ জন্মাল তৃণার উপর শীঘ্রই বিয়ের তারিখ এগিয়ে আসছে 'গুনগুন'র উত্তেজনা ছড়াল 'খড়কুটো' ধারাবাহিক নিয়ে

একে অপরের সঙ্গে সারাক্ষণ খুনসুটি, দুর্ব্যবহার, কথা কাটাকাটি চলছে সেই শুরু থেকে। এখনও অবশ্য তা অব্যাহত। তবে পাল্টেছে কথার সুর, ঝগড়ার কারণ। আগে যেখানে একে অপরের সঙ্গে ব্যবহার, মন্তব্য নিয়ে ঝগড়া করত গুনগুন এবং সৌজন্য এখন সেই ঝগড়ার মোড় ঘুরেছে প্রেমের দিকে। ক্রমশ অধিকারবোধ জন্মাচ্ছে পরস্পরের প্রতি। ছোটখাটো কারণে তাদের বাক বিতণ্ডা শুরু হয়ে যায়। তাই ধারাবাহিকের অভিনেত্রী তৃণা সাহার উপর এখন প্রেমিক নীল ভট্টাচার্যের কোনও অধিকার নয় বরং রয়েছে সৌজন্যের অধিকারবোধ।

নানা ধরণের বাক বিতণ্ডাই এবার যেন ধীরে ধীরে প্রেমের রূপই নিয়ে বসছে। যদিও এই প্রেমের দিকে মোড় ঘোরানোর একমাত্র কারণ হল তিন্নি অর্থাৎ অনন্যা। 'খড়কুটো' ধারাবাহিকটি ক্রমশ ভিন্ন রূপ নিয়ে হাজির হচ্ছে দর্শকের সামনে। প্রথমে সৌজন্য এবং গুনগুনের মধ্যে সমস্যার সৃষ্টি হত নিজেদের আচার আচরণের জন্য। তাদের বিয়ের আগেই দু'জনের এমন ঝগড়ায় রীতিমত চিন্তিত বাড়ির লোকজন। তবে সেই চিন্তা এবার কমছে। কারণ সৌজন্যের প্রতি ভালবাসা জাগছে গুনগুনের মনে। ভালবাসার টানে নিজের তিন্নি দিদিকে নিয়ে সৌজন্যের সঙ্গে এক প্রস্থ ঝামেলা লেগে গিয়েছে গুনগুনের। 

আরও পড়ুনঃবাবার কাছে ফিরতে চলেছে কি কৃষ্ণা, মেয়েকে হারিয়ে ফেলার ভয় এ কী করল শ্যামা

 

যা এসে থামাতে হয় বাড়ির কাকা, দাদাদের, বউদিদের। তিন্নি হল সৌজন্যের অ্যাসিসটেন্ট। সম্পর্কে গুনগুনের পিসতুতো দিদি। তার সঙ্গে মোটেই ভাল সম্পর্ক নয় গুনগুনের। উঠতে বসতে গুনগুনকে কথা শোনায় সে। তবে তার কারণেই এবার সৌজন্য এবং গুনগুন কাছাকাছি আসতে চলেছে। তিন্নিকে বিয়েতে আমন্ত্রণ জানানো নিয়ে সৌজন্যকে বারণ করতে থাকে গুনগুন। এই নিয়ে কথা কাটাকাটি হতে হতেই সৌজন্যের কলার ধরে চিৎকার করতে থাকে সে। এবার কি তবে বিয়ের আগে প্রেমালাপ শুরু হবে দু'জনের।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার