নীলের সঙ্গে বিয়ের পরই 'সৌজন্যে'র দিকে ঝুঁকল তৃণা, ভূতের জেরে হয়ে গেল ভালবাসার প্রকাশ

Published : Feb 10, 2021, 10:54 PM IST
নীলের সঙ্গে বিয়ের পরই 'সৌজন্যে'র দিকে ঝুঁকল তৃণা, ভূতের জেরে হয়ে গেল ভালবাসার প্রকাশ

সংক্ষিপ্ত

ভূতের ভয় কাবু গুনগুন রক্ষা করতে কাছাকাছি এল সৌজন্য ভালবাসার নতুন অধ্যায় শুরু  ভূতই কি গড়ে দেবে তাঁদের ভবিষ্যৎ

সদ্য বিবাহিতা তৃণা সাহা এখন পাকা গিন্নি হওয়ার চেষ্টায়। কেমন চলছে তাঁর নতুন সংসার। সেই সব জানার অপেক্ষায় রয়েছে ভক্তরা। নীল ভট্টাচার্যের সঙ্গে এতদিনের লিভি ইন সম্পর্ক, বিয়ের পর সেই সম্পর্কে কি কোনও পার্থক্য এসেছে। সেই সব প্রশ্নও রয়েছে অনুরাগীদের মনে। মন দিয়ে সংসারের পাশাপাশি অবশ্য নিজের কাজেও মন দিয়েছেন তিনি। 'খড়কুটো'র শ্যুটিং নিয়ে ব্যস্ত তৃণা। ধীরে ধীরে ফের কাজের জগতে ফিরছেন বিয়ের ছুটি কাটিয়ে। 


নীলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক এদিকে সৌজন্যের কাছে ভালবাসার প্রকাশ করে ফেলল গুনগুন। শ্বশুড়বাড়িতে হঠাৎই ভূতের উপদ্রব। সেই ভূতের ভয় বাধ্য হয় বরের কাছে অর্থাৎ সৌজন্যের কাছে ছুটে যায় সে। সৌজন্যের কাছে ছুটে যেতেই গুনগুন সৌজন্য তাকে নিয়ে ঠাট্টা করার একটা সুযোগও ছাড়ল না। গুনগুন সেই নিয়ে সৌজন্যকে ভাল মন্দ শোনাতে থাকে। তবে তারই মধ্যে লুকিয়ে ভালবাসা। 

 

 

সেই ভালবাসার প্রকাশ অবশেষে করেই ফেলল গুনগুন। সৌজন্যকে নিজে মুখে বলল, 'তোমায় খুব ভালবাসি।' সৌজন্যও নাছোড়বান্দা। তাকে বারে বারে বলাতে থাকে একই কথা। গুনগুন তাকে কতটা ভালবাসে তাই বার বার শোনার চেষ্টা করছে গুনগুন। তবে কি ভূতই তৈরি করবে দেবে তাদের ভালবাসার ভবিষ্যৎ। হাসি, ঠাট্টার মধ্যে দিয়েই গুনগুন ও সৌজন্যের ভালবাসার এক অন্য অধ্যায় শুরু হতে চলেছে। 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার