নীলের সঙ্গে বিয়ের পরই 'সৌজন্যে'র দিকে ঝুঁকল তৃণা, ভূতের জেরে হয়ে গেল ভালবাসার প্রকাশ

  • ভূতের ভয় কাবু গুনগুন
  • রক্ষা করতে কাছাকাছি এল সৌজন্য
  • ভালবাসার নতুন অধ্যায় শুরু 
  • ভূতই কি গড়ে দেবে তাঁদের ভবিষ্যৎ

সদ্য বিবাহিতা তৃণা সাহা এখন পাকা গিন্নি হওয়ার চেষ্টায়। কেমন চলছে তাঁর নতুন সংসার। সেই সব জানার অপেক্ষায় রয়েছে ভক্তরা। নীল ভট্টাচার্যের সঙ্গে এতদিনের লিভি ইন সম্পর্ক, বিয়ের পর সেই সম্পর্কে কি কোনও পার্থক্য এসেছে। সেই সব প্রশ্নও রয়েছে অনুরাগীদের মনে। মন দিয়ে সংসারের পাশাপাশি অবশ্য নিজের কাজেও মন দিয়েছেন তিনি। 'খড়কুটো'র শ্যুটিং নিয়ে ব্যস্ত তৃণা। ধীরে ধীরে ফের কাজের জগতে ফিরছেন বিয়ের ছুটি কাটিয়ে। 


নীলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক এদিকে সৌজন্যের কাছে ভালবাসার প্রকাশ করে ফেলল গুনগুন। শ্বশুড়বাড়িতে হঠাৎই ভূতের উপদ্রব। সেই ভূতের ভয় বাধ্য হয় বরের কাছে অর্থাৎ সৌজন্যের কাছে ছুটে যায় সে। সৌজন্যের কাছে ছুটে যেতেই গুনগুন সৌজন্য তাকে নিয়ে ঠাট্টা করার একটা সুযোগও ছাড়ল না। গুনগুন সেই নিয়ে সৌজন্যকে ভাল মন্দ শোনাতে থাকে। তবে তারই মধ্যে লুকিয়ে ভালবাসা। 

Latest Videos

 

 

সেই ভালবাসার প্রকাশ অবশেষে করেই ফেলল গুনগুন। সৌজন্যকে নিজে মুখে বলল, 'তোমায় খুব ভালবাসি।' সৌজন্যও নাছোড়বান্দা। তাকে বারে বারে বলাতে থাকে একই কথা। গুনগুন তাকে কতটা ভালবাসে তাই বার বার শোনার চেষ্টা করছে গুনগুন। তবে কি ভূতই তৈরি করবে দেবে তাদের ভালবাসার ভবিষ্যৎ। হাসি, ঠাট্টার মধ্যে দিয়েই গুনগুন ও সৌজন্যের ভালবাসার এক অন্য অধ্যায় শুরু হতে চলেছে। 

 

Share this article
click me!

Latest Videos

‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
আমজনতার উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বক্তব্য, দেখুন সরাসরি
'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে Mamataকে আক্রমণ Suvendu-র
‘Sanatani-দের ঐক্যবদ্ধ থাকতেই হবে!’ বেলডাঙ্গাতে সীতা রাম মন্দির উদ্বোধনে বার্তা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী