দার্জিলিং সফরে দেব, কিসমিস ছবির শেষ পর্যারে শ্যুটিং এবার পাহাড় পথে

বর্তমানে কিসমিস ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন দেব। কয়েকদিন ধরেই চলছে পুরো দমে শ্যুটিং। এবার সেই ছবির শেষ পর্যায়ের শ্যুটের জন্য পাহাড় পথে দেব। বাগডোগরায় পা রেখেই হলেন সাংবাদিকদের মুখোমুখি। 

পরিস্থিতি স্বাভাবিক হতেই একের পর এক বাংলা ছবির কাজ শুরু হয়েছে। সামনেই পুজো। সেই পুজোকেই পাখির চোখ করে একের পর এক বিগ বাজেট বহু প্রতীক্ষিত ছবি এখন মুক্তির অপেক্ষায়। অভিনেতা দেবের হাতে বর্তমানে তিন তিনটে ছবি। যার মধ্যে পুজোর মুক্তি পাচ্ছে দুই। বর্তমানে কিসমিস ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন দেব। কয়েকদিন ধরেই চলছে পুরো দমে শ্যুটিং। এবার সেই ছবির শেষ পর্যায়ের শ্যুটের জন্য পাহাড় পথে দেব। বাগডোগরায় পা রেখেই হলেন সাংবাদিকদের মুখোমুখি। 

আরও পড়ুন- 'আড়ালেই চলত সঙ্গম, ঘনিষ্ঠ প্রেমের কথা বলতে বারন করেছিল আমায়', উদয়কে নিয়ে আজও আফসোস নার্গিসের

Latest Videos

আরও পড়ুন- বাংলাদেশের রেস্তোরাঁ থেকে সোনার দোকানে কাজ, অর্থের অভাবে কী কী করেছেন অক্কি

বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি বলেন পাহাড়ে শুটিং করতে ভাল লাগে। পরপর তিনটি ছবি। পাহাড় আমার কাছে খুব লাকি। আর পাহাড়ে যত শুটিং হয়েছে সেই সব ছবি সুপার হিট হয়েছে। আর আশা করি পাহাড়ের আবহাওয়া ভাল হবে। এর পাশাপাশি তিনি আরও যে পূজোতে অনেক ছবি রিলিজ হচ্ছে তার মধ্যে আমার দুটো ছবি রিলিজ হচ্ছে গোলন্দাজ,হবুচন্দ্র রাজ গবুচন্দ্র মন্ত্রী। দর্শকদের বলবো যে আপনারা সিনেমা হলে আসুন আর ছবি দেখুন। এই বলে পাহাড় পথে পাড়ি দিয়ে দেন দেব। 

 

 

ছবির শ্যুটিং-এর আর দশটা দিন বাকি রয়েছে। এই পরিস্থিতিতে সবটা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় দিন গুণছেন দেবও। কারণ এরপরই ধীরে ধীরে মানুষকে প্রেক্ষাগৃহে ফিরবেন। তাই তার আগে সাবধানতা, সতর্কতা মেনে চলাটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। তা আরও একবার সকলকে মনে করিয়ে দিলেন অভিনেতা। বর্তমানে পাহাড়েই চলছে পুরো দমে শ্যুটিং। যদিও আবহাওয়া বেশ খানিকটা পরিস্থিতির বিপরীতে। তবুও কাজ শেষ করেই ফিরবেন, এমনটাই রবিবার বিমানবন্দরে নেমে জানিয়ে দেন অভিনেতা। 

    

Share this article
click me!

Latest Videos

বাংলায় বিজেপি বাইরের লোক ঢোকাচ্ছে অভিযোগ মমতার, পাল্টা দিয়ে চরম কটাক্ষ অগ্নিমিত্রার | Agnimitra Paul
জাতীয় পতাকার অসম্মান! Kalyani-তে তৃণমূলের পতাকা উপরে জাতীয় পতাকা নীচে! চাঞ্চল্য কল্যাণীতে
TMC News: '২০২৬-এ তৃণমূল ২৫০ এর বেশি সিট পাবে' বিস্ফোরক দাবি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের
Suvendu vs Mamata : 'কাণ্ডজ্ঞান নেই নামেই ১৪ বছরের মুখ্যমন্ত্রী', কেন এমন বললেন শুভেন্দু ? দেখুন
Kolkata News: নতুন সিকিউরিটি গার্ড পরিচয়ে প্রবেশ, তারপর যা ঘটল, চমকে উঠবেন! চাঞ্চল্য গোটা এলাকায়