BDO Apu: বিডিও বৌমার কাণ্ড থেকে চোখ কপালে অবলার, কী এমন করল অপু

সদ্য হাজারও ঝড় পেরিয়ে বিডিও হয়েছে অপু। হয়েছে নতুন পোস্টিংও। এমন সময় অবলা ও তাঁর স্বামী দীপুর নজর অপুর ওপর। কীভাবে পরিস্থিতি সামাল দেবে অপু! 

অপরাজিতা অপু, এখন টান টান উত্তেজনায় ভরপুর। একের পর এক নতুন চমক, বাড়ির মেয়েরা ঠিক কীভাবে চাইলেই বাইরে বেরিয়ে দুর্নীতি শেষ করতে পারে, সেই গল্পই ফুঁটে উঠছে প্রতিটা পদে পদে এই ধারাবাহিকের মধ্যে দিয়। সদ্য হাজারও ঝড় পেরিয়ে বিডিও হয়েছে অপু। হয়েছে নতুন পোস্টিংও। এমন সময় অবলা ও তাঁর স্বামী দীপুর নজর অপুর ওপর। কীভাবে পরিস্থিতি সামাল দেবে অপু! বুঝতে না পেড়েই বেজায় কৌতুহল বশতই জনলা দিয়ে মারলেন উঁকি, আর যা দেখলেন তাতেই চক্ষু চড়ক গাছ। কোনও রকমের আপোষ না করেই অপু ফিরিয়ে দিলেন ভেট। এখন বাড়ি ও বাইরে দুই লড়াইয়ের সঙ্গে কীভাবে সামাল দেবে অপু তাই দেখার। 

অপরাজিত অপু (Aparajita Apu), জি বাংলায় (Zee Bangla) এই ধারাবাহিক শুরু থেকে সকলের নজর কাড়লেও মাঝে টিআরপি (TRP) দৌড়ে বেশ কিছুটা নিচে নেমে এসেছিল। তবে বর্তমানে গল্পের মূল ওকে আবারও তা দর্শকের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। একের পর এক কোপ মাসি মনির, অপুর পরীক্ষা দেওয়া আটকানো গেল না আটকানো গেল না অপুর ইন্টারভিউ, এবার চাকরির আগে যাতে পুলিশ ভেরিফিকেশনে আটকে যায় অপুর ভিডিও হওয়ার স্বপ্ন সেই চেষ্টাই করছেন দীপুর মাসি। সেই পরিস্থিতিতে কীভাবে সামলাবেন অপু, বাড়িতে চলছে সেলিব্রেশন তারি মাঝে কথামতো দলবল নিয়ে একাধিক ছেলে হাজির। শুরু হয়ে যায় ধস্তাধস্তি সেখান থেকেই পুলিশ এসে অপুকে থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়ে যায়। এটি বেশ স্বস্তি পান অপুর মাসি শাশুড়ি। স্বপ্নে দেখি অবলা বেজায় ঘাবড়ে গেলে তাকে শান্ত করতে উপজেলায় সে বেল নিয়ে চলে আসবে, গ্রেফতারের আগেই জামিনের ব্যবস্থা করবে অপু। সবটা শুনে আবারও হকচকিয়ে যায় অপুর মাসি। তবে শেষ রক্ষা হল না, অবশেেষে অপু হয়ে গেল বিডিও। 

Latest Videos

 

 

বাড়ির ছোট বউ মা অর্থাৎ অপুর চাঞ্চল্য পাশাপাশি বুদ্ধি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে দর্শকেরা। মিষ্টি স্বভাবের এই মেয়েটির চোখে অনেক বড় স্বপ্ন, সংসার করা তার জন্য বেশ কঠিন ছিল, কারণ দিনরাত্রি সে স্বপ্ন দেখত একটি বড় চাকরি করার। বর্তমানে এই সিক্যুয়েল টানটান উত্তেজনা অপরাজিত অপু ধারাবাহিকে। অপুর ভাগ্যে কি লেখা আছে তা জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ঠিক রাত্রি সাড়ে আটটায়।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today