সনাতনী সাজে নজর কাড়লেন 'Desi Girl', অ্যাটিটিউটে মুগ্ধ আট থেকে অষ্টাদশী

  • সনাতনী সাজে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী কৌশানি
  • গতে বাধা ছক ভেঙে সেক্সি লুকে বঙ্গ ললনা সকলকে কাবু করেছেন
  • সুন্দর গাঢ় লাল ঠোঁট এবং চোখের চাহনিতে কাত নেটিজেনরা
  •  মুহূর্তের মধ্যে ছবিগুলি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে

সদ্যই গেল কালীপুজো। আলোর উৎসবে, আলোর রোশনেই সমস্ত আধার ঘুচে নতুন দিনের আগমন। অতিমারি কালে সকলেই নিজেদের মতোন করে দীপাবলি উদযাপনে ব্যস্ত। সেই তালিকায় রয়েছেন টলি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। উৎসবের আনন্দে গা ভাসিয়ে সম্প্রতি নিজের ইনস্টায় একগুচ্ছ  ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে।

আরও পড়ুন-ঝগড়া হলেই অভিষেকের কাছে আগে ক্ষমা চান ঐশ্বর্য, জানুন কেন...

Latest Videos


ডার্ক অ্যাস রঙের সালোয়ার কামিজ, কপালে  লাল টিপ পরে সনাতনী সাজে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। গতে বাধা ছক ভেঙে সেক্সি লুকে বঙ্গ ললনা সকলকে কাবু করেছেন। মুহূর্তের মধ্যে ছবিগুলি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিই শুধু নয়, ক্যাপশন দেখেই বোল্ড আউট নেটিজেনরা।  তার সুন্দর গাঢ় লাল ঠোঁট এবং চোখের চাহনিতে কাত নেটিজেনরা। লাইক ও কমেন্টের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়েছে। 

 

টলিপাড়ার বাঙালি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, ইতিমধ্যেই দর্শক মনে নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছেন। নিজের ইনস্টাগ্রামেই একের পর  ছবিতেই তিনি নজরে রয়েছেন নেটিজেনদের। শরীরী হিল্লোল জাগানো আবেদনময়ীকে দেখতে সর্বদাই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিটি ছবিতেই  যেন তার অ্যাটিটিউটে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। সম্প্রতি নিজের ইনস্টা-তে ছবি পোস্ট করে রাতারাতি নজর কেড়েছেন কৌশানি।

রিল থেকে রিয়েল। সকলেই জানে অভিনেতা বনি ও কৌশানির সম্পর্কের কথা। দুজনেই চুটিয়ে প্রেম করছেন। তাদের খুল্লামখুল্লা প্রেম নিয়ে  সবসময়েই আলোচনার শীর্ষে রয়েছেন এই জুটি। টলিউডে বেশ কয়েকটি ছবিতেই নজর কেড়েছেন টলিউডের এই হিট জুটি। সুযোগ পেলে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে সকলের থেকে একান্তে চলে যান এই জুটি।

Share this article
click me!

Latest Videos

Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু