পাহাড়ে গিয়ে জীবনের সবচেয়ে বড় উপহার পেলেন মধুমিতা, ভয় কাটিয়ে এখন তিনি অন্য মানুষ

Published : Nov 08, 2020, 10:58 PM ISTUpdated : Nov 09, 2020, 05:55 AM IST
পাহাড়ে গিয়ে জীবনের সবচেয়ে বড় উপহার পেলেন মধুমিতা, ভয় কাটিয়ে এখন তিনি অন্য মানুষ

সংক্ষিপ্ত

পাহাড়ের কোলে মধুমিতার জীবনযাপন নিজের ভয়ও কাটিয়ে ফেললেন অভিনেত্রী পাহাড়ি কুকুরদের সঙ্গে বন্ধুর মত মিশে ফেলছেন তিনি কীভাবে এই ছোটবেলার ভয় কাটালেন মধুমিতা

মধুমিতার ছোট থেকেই কুকুরে ভীষণ ভয়। কুকুর দেখলেই দশ হাত দূরে পালান তিনি। হঠাৎ পাহাড়ে গিয়ে হল কি অভিনেত্রী। এক সঙ্গে চার চারটে কুকুরের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেললেন তিনি। সেই ভিডিও পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মধুমিতা। তাদের গায়ে হাত দিয়ে, আদর করে নিজের ভয়ও একেবারে কাটিয়ে ফেলেছেন তিনি। পাহাড়ে গিয়ে মধুমিতা যে আর টলিউডের ডিভা নন তা স্পষ্ট। এ যেন এক অন্য মধুমিতা। পাহাড়ের কোলে নীরবে বসে মধুমিতা। আশপাশে নেই কোনও মানুষ। কেবল শান্ত, স্নিগ্ধ পরিবেশে মন ডুবেছে অভিনেত্রীর। 

চোখ বন্ধ করে সেই ভিন্ন পৃথিবীতে প্রবেশ করতেই মুহূর্তগুলি যেন একে একে হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। এমনই মন খারাপ আবার মন ভাল করা মিক্সড ফিলিংস নিয়ে ছবি পোস্ট করলেন মধুমিতা।  মধুমিতা সরকার আপাতত শহর ছেড়ে এখন বহু দূরে। ফ্লাইটে ভিডিও করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সিকিমে একা ঘুরে বেরানোর ভিডিও পোস্ট করতেই খানিক ভয় পেয়ে উঠেছিল তাঁর ভক্তরা। ঘন জঙ্গলে একা একা কী করছেন তিনি। প্রশ্ন সকলের। 

আরও পড়ুনঃমদ্যপ নিখিলের পাশে অন্য মহিলা, বাবার পরিচয় জানার জন্য শ্যামাকে প্রশ্ন কৃষ্ণার

 

পাহাড়ি গ্রামের লোকেরা তাঁকে সেখানে যেতেও বারণ করেছিল। তবে মন থেকে মধুমিতা এক্সপ্লোরার। একা একা পরিবেশের মজা না নিয়ে শান্ত হয়ে বসেন না তিনি। তাই সাবধানতা অবলম্বন করেই বেরিয়ে পড়েছেন। জঙ্গল জুড়ে ঝি ঝি পোকার ডাক। সরু পাহাড়ি রাস্তা চলে গিয়েছে নিচের দিকে। সেই রাস্তাতেই একা একা ঘুরে ভিডিও করছেন। সেই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পাহাড়ের চেয়ে মধুমিতার সমুদ্রের চেয়ে ঢের বেশি পছন্দ তা তিনি আগেও জানিয়েছেন। ট্রেকিং, হাইকিং এসবের মধ্যেই নিজের কারিকুলার অ্যাক্টিভিটি সীমিত রাখেন। যা দেখে রীতিমত মুগ্ধ হতে থাকে তাঁর ভক্তরা। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার