Mekhla Dasgupta Honeymoon : হাতে এখনও স্পষ্ট বিয়ের মেহেন্দি, হানিমুনে কোথায় উড়ে গেলেন মেখলা

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হানিমুনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন মেখলা দাশগুপ্ত।  লাল রঙের প্রিন্টেড পোশাক, মাথার উপর তোলা সানগ্লাস,  নো মেক আপ লুকেই একের পর এক ছবি শেয়ার করেছেন মেখলা দাশগুপ্ত।

দিন কয়েক আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)। শিলিগুড়ির ছেলে অর্কর  (Arkaprabha) সঙ্গেই বেশ কয়েক বছর ধরেই নাকি সম্পর্কে ছিলেন মেখলা (Arkaprabha)। অর্কর হাত ধরেই নতুন জীবনে পথচলা শুরু করেছেন মেখলা দাশগুপ্ত।  বিয়ের পরই হানিমুনের পালা। বর্তমানে হানিমুনের ডেস্টিনেশন মানেই মলদ্বীপ। একঘেয়েমি কাজ করতে করতে যখন শরীর ও মন ক্লান্ত ঠিক তখনই অনেক একরাশ তাজা অক্সিজেন নিতে ছুটে যান মলদ্বীপে। নীল জলে দিগন্ত বিস্তৃত জলরাশির মধ্যে খানিকটা সময় কাটিয়ে রিফ্রেশ হয়ে যান সকলেই। বলি থেকে টলি সকলেরই পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপ।  সদ্যই বলিউডের হট কাপল মালাইকা আরোরা ও অর্জুন কাপুর মলদ্বীপে সময় কাটিয়ে মুম্বইতে ফিরেছেন। অন্যদিকে আবার রাজ-শুভশ্রীরাও সদ্য কিছুদিন আগেই ঘুরে এসেছেন মলদ্বীপ থেকে। এবার সেই প্রিয় মলদ্বীপেই হানিমুনে গেলেন সদ্য বিবাহিত গায়িকা মেখলা দাশগুপ্ত ( Mekhla Dasgupta)।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হানিমুনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন মেখলা দাশগুপ্ত ( Mekhla Dasgupta)।  লাল রঙের প্রিন্টেড পোশাক, মাথার উপর তোলা সানগ্লাস,  নো মেক আপ লুকেই একের পর এক ছবি শেয়ার করেছেন মেখলা। হাতে এখনও স্পষ্ট বিয়ের মেহেন্দি। মুহূর্তে ভাইরাল হয়েছে মেখলার এই হানিমুনের ছবি।

Latest Videos

 

 

এখানেই শেষ নয়, মেখলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুললে আপনিও অনায়াসে ঢুঁ মারেত পারবেন মলদ্বীপে। হট প্যান্ট, হলুদ স্লিভলেস পরে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন মেখলা। কখনও মিঠে রোদ গায়ে মেখে, আবার কখনও দোলনায় চড়ে ফান মুডে ধরা দিয়েছেন মেখলা। তবে এখনও পর্যন্ত অর্কর সঙ্গে কোনও ছবি শেয়ার করেননি  গায়িকা মেখলা ( Mekhla Dasgupta)।

 

 

আরও পড়ুন-Ameesha Patel : বক্ষযুগলের গভীর খাঁজে জ্বলছে আগুন, আমিশার ভরা যৌবনে বুঁদ ভক্তরা

আরও পড়ুন-Nia Sharma : স্তন থেকে নিতম্ব, শরীর দেখাতে গিয়েই কটাক্ষ, নগ্ন হয়ে হাঁটার পরামর্শ নিয়াকে

আরও পড়ুন-Virushka Anniversary : অনুষ্কার মা হওয়ার পিছনে বিরাট নয়, রয়েছে এই অভিনেতার বড় অবদান

 

 টলিউডের জনপ্রিয় রিয়্যালিটি শো-থেকেই উঠে এসেছেন মেখলা দাশগুপ্ত। বালুরঘাটের মেয়েই গানের গলাতেই মুগ্ধ হয়েছিল গোটা তিলোত্তমা বাসী। বাংলা সঙ্গীত জগতে এক নবীন প্রতিভা হিসাবে এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয় মেখলা দাশগুপ্ত  (Mekhla Dasgupta)।  বাড়ি বালুরঘাটে হলেও মেখলার জমজমাট বিয়ের আসর বসেছিল কলকাতাতেই । রিজেন্ট পার্কের একটি বিলাসবহুল ভিলায়   বসেছিল  মেখলার বিয়ের আসর (Mekhla Dasguptas Wedding Ceremony)। মনের মানুষ অর্কর (Arkaprabha) সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মেখলা দাশগুপ্ত।সোশ্যাল মিডিয়ায় নিজের  বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন মেখলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)। এবং ভিলা থেকেও নববধূর বেশে বেশকিছু ছবি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন মেখলা। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। বছর কয়েক আগে জি বাংলা-র রিয়্যালিটি শো সারেগামাপা-এর মাধ্যমে রাতারাতি স্টার তকমা পেয়ে যান মেখলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মেয়ে মেখলা গানের গলা মুগ্ধ করে সকলকে। জি বাংলা সারেগামাপা-এর অনুষ্ঠানের পরও মেখলার জনপ্রিয়তা উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে। (Mekhla Dasgupta ) মেখলা তাঁর অসামান্য সঙ্গীত জীবনের সঙ্গে সঙ্গেই প্রবেশ করেছেন জীবনের আরও এক নতুন অধ্যায়ে। জীবনের প্রতিটি মুহূর্তের আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন মেখলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)।

Share this article
click me!

Latest Videos

'মমতার দশা কেজরিওয়াল-এর মত করব' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari | BJP vs TMC |
"এবার রোহিতের জায়গায় সৌগতকে নামাতে হবে", চরম কটাক্ষ মদন মিত্রের | Madan Mitra on Saugata Roy
‘Hindu-দের দোকান ভাঙবেন পোড়াবেন এই অধিকার কে দিয়েছে!’ তীব্র হুঙ্কার Suvendu Adhikari-র
‘JNU-এর মতো JU-কেও ঠান্ডা করব!’ Jadavpur ইস্যুতে Mamata Banerjee-কে হুঁশিয়ারি Agnimitra Paul-এর
'জনগণ মমতাকে চ্যাংদোলা করে বাইরে ফেলবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Bangla News Today