কোজাগরী লক্ষী পুজোয় শুভেচ্ছাবার্তা মিমি ও সোহমের

Published : Oct 13, 2019, 04:29 PM ISTUpdated : Oct 13, 2019, 04:30 PM IST
কোজাগরী লক্ষী পুজোয় শুভেচ্ছাবার্তা মিমি ও সোহমের

সংক্ষিপ্ত

সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে পূজিত হচ্ছেন মা লক্ষী এই আরধনায় সামিল সাধারণ থেকে সেলিব্রেটিরাও লক্ষীর আরাধনায় মেতেছেন মিমি ও সোহম লক্ষী পুজো উপলক্ষে সকলের মঙ্গল কামনা করেছেন তাঁরা

দুর্গা পুজো রেশ ধরে আসে কোজাগরী লক্ষী পুজো। আশ্বিনের শেষ  পূর্ণিমায়  বাঙালির ঘরে ঘরে ধন সম্পদের দেবী লক্ষীর আরাধনা হয়।  সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের সেলেবরাও মেতে উঠেছেন এই লক্ষী পুজোয়। নিজের ঘরে আল্পনা দিয়ে লক্ষীর আরাধনা করছেন তাঁরাও। সেখান থেকে বাদ যাননি টালিগঞ্জের অভিনেত্রী মিমিও। আর পাঁচ জন বাঙালির মতো তিনিও মেতেছেন লক্ষী পুজোয়।  এই উপলক্ষে তিনি একটি সুন্দর ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি মঙ্গল কামনা করেছেন সকলের। 


টালিগঞ্জের অন্যতম ব্যস্ত অভিনেতা সোহমও লক্ষীপুজোয় সকলের মঙ্গল কামনা করেছেন।  এই বিষয়ে তিনি একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। 

দুর্গা পুজো চলে গেলে মন বিষাদ হয়ে যায়। কিছুটা আনন্দ নিয়েই বাঙালীর ঘরে ঘরে লক্ষী পুজো হয়। হিন্দু শাস্ত্র মতে,  লক্ষী ধন সম্পত্তির প্রতীক। টালিগঞ্জের সেলিব্রেটিরা কলকাতায় থাকলে এই পুজোয় সামিল হন। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?