ইউরোপে একান্তে বিরসা ও বিদীপ্তা, দেখে নিন সেই ছবি

Published : Oct 13, 2019, 03:34 PM IST
ইউরোপে একান্তে বিরসা ও বিদীপ্তা, দেখে নিন সেই ছবি

সংক্ষিপ্ত

 এই মরশুমে অনেকেই বেড়িয়ে পড়েন ছুটি কাটাতে সম্প্রতি ছুটি কাটাতে ইউরোপে পারি দিয়েছেন বিরসা ও বিদীপ্তা পুজোর ছুটি কাটাতেই বিদেশে পারি দিয়েছেন এই সেলিব্রেটি দম্পতি এই ইউরোপ সফরের বেশ কিছু বিরসা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়া পেজে

এই মরশুমে অনেকেই কর্মব্যস্ত জীবন থেকে হাত গুটিয়ে নিয়ে বেড়িয়ে পড়েন ছুটি কাটাতে। সম্প্রতি ছুটি কাটাতে ইউরোপে পারি দিয়েছেন বিরসা ও বিদীপ্তা। পুজোর ছুটি কাটাতেই বিদেশে পারি দিয়েছেন এই সেলিব্রেটি দম্পতি। তাঁদের এই ইউরোপ সফরের বেশ কিছু ছবি ফলোয়ার্সদের উদ্দেশ্যে মাঝে মাঝেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ার পেজে। 

বিরসা দাশগুপ্ত টলি পাড়ার অন্যতম এক চলচ্চিত্র পরিচালক। 'জানি দেখা হবে' থেকে শুরু করে 'সব ভূতুড়ে', 'গল্প হলেও সত্য়ি'-র মত ছবিগুলি মন ছুঁয়েছে দর্শকদের। টেলিভিশন জগতের বহু পরিচিত মুখ বিদীপ্তা। এই সেলিব্রেটি দম্পতি চুটিয়ে ছুটি কাটাচ্ছেন ইউরোপে। ইটালির বিভিন্ন জায়গা থেকে ছবি পোস্ট করেছেন। তারই মধ্যে বিদীপ্তার সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন। এমনই দুজনের অন্তরঙ্গ একটি ছবি বিরসা দাশগুপ্ত পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

একসঙ্গে দুজনের এই ছবির ক্যাপশনে পরিচালক তুলে ধরেছেন জীবনানন্দ দাশের লেখা কবিতার লাইন, "তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল, সূর্য মানে আলো, এখনও নারী মানে তুমি, কত রাধিকা ফুরালো।" যা মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?