'তুমি তো ফুল অন HOT', মিমির উষ্ণতায় ঘাম ঝড় টলিউডের এই তারকার

Published : Nov 24, 2020, 09:14 PM ISTUpdated : Nov 24, 2020, 10:20 PM IST
'তুমি তো ফুল অন HOT', মিমির উষ্ণতায় ঘাম ঝড় টলিউডের এই তারকার

সংক্ষিপ্ত

লন্ডনে বসে রোদ পোয়াচ্ছেন মিমি চক্রবর্তী শীতের আমেজ পেতে শেয়ার করলেন থ্রোব্যাকে ছবি পোস্টে মিমির হটনেসে ঘায়েল টলিউডের তারকা 'হট' কমেন্ট করে বসলেন তিনি

লন্ডনে 'বাজি' ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। জিতের সঙ্গে এই ছবি আসতে চলেছে অ্যাকশন-রোম্যান্সে ভরা নতুন গল্প। ইতিমধ্যেই ছবির টিজারেই উন্মাদনা ছড়িয়েছে বিনোদন মহলে। লন্ডনে হয়েছে ছবির অধিকাংশ অংশের শ্যুটিং। লন্ডনে থাকাকালীন একাধিক ভিডিও এবং ছবি শেয়ার করেছিলনে মিমি। এমনকি লাইভও করেছিলেন লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে। 

সেই লন্ডনের কিছু মুহূর্ত থেকেই ফের থ্রোব্যাকের রেশ নিয়ে শেয়ার করলেন একটি ছবি। যেখানে শ্যুটিং সেটে চেয়ারে বসে মিমি। রোদ পোয়াচ্ছেন তিনি। শ্যুটিংয়ের ফাঁকে ক্যানডিড শটেও যেন অসামান্য সুন্দরী মিমি। চুলের কার্লসে হাত বোলাতে বোলাতেই নিজের ভাবনায় মগ্ন তিনি। সেই মগ্নতা দেখেই এবার ফিদা হলেন টলিউডের আরও এক তারকা। 

আরও পড়ুনঃইনিই কি মনামীর ভালবাসার মানুষ, কাকে দেখে Wink করছেন বঙ্গতনায়

 

কোনও হিরো তিনি নন, বরং অভিনেত্রী সৌরসেনী মৈত্র। মিমির ক্যাপশনে লিখেছিলেন, "শীতের সকাল থেকে ফিরেদেখা।" শীতের আমেজ নিয়ে এই ছবি পোস্ট করলেও সৌরসেনী পেয়েছেন গরম হাওয়ার আমেজ। তিনি মিমির পোস্টে লিখেছেন, "সকাল তো ঠান্ডা, কিন্তু তুমি তো ফুল অন হট।" সৌরসেনীর এই মন্তব্যে হাসি চেপে রাখতে পারেননি মিমি। মিমিকে দেখে এ যেন সৌরসেনীর ফ্যানগার্ল মোমেন্ট।

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?