ব্যবহার করুন ভেষজ রং, রাঙিয়ে দেওয়ার আগে টিপস দিলেন মিমি

  • দোলের রঙে মাতলেন মিমি
  • রং খেলে ছবি শেয়ার করলেন
  • মুহূর্তে ভাইরাল ছবি নেট দুনিয়ায়
  • সচেতনতা অবলম্বন করার বার্তা দিলেন মিমি

দোল উৎসবে সোমবার মেতে উঠেছিল গোটা দেশ। রাত পোহাতে না পোহাতেই হোলি। টানা দুদিন ব্যাপি এই রঙিন উৎসবে গা ভাসিয়েছে আট থেকে আশি। পাড়ার মোড় থেকে শুরু করে রঙিন রাজপথ, কোথাও গিয়ে যেন খানিকটা ভিন্ন স্বাদে ধরা দেয় চেনা শহর। রঙিন হয়ে ওঠে ফোটোফ্রেম। সোশ্যাল মিডিয়ার পাতাও এদুদিন রঙিন। 

আরও পড়ুন-হোলিতে সানি লিওন, রঙের উৎসবে দেখবেন নাকি

Latest Videos

আরও পড়ুন-নবজাতক কন্যাকে নিয়ে সপরিবারে শিল্পা, মুহূর্তে ভাইরাল আনন্দমুহূর্তের ছবি

রঙের জোয়ারে গা ভাসালেন সেলিব্রিটিরাও। পরিবার বন্ধু সময় সুযোগ মত তারাও রঙিন হয়ে উঠলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করলেন তাঁরা। সেই তালিকা থেকে বাদ পড়লেন না মিমি চক্রবর্তীও। রং খেললেন সকলের সঙ্গে। মাথায় গালে লাল আবির, আবিরের ছোঁয়া পেল তাঁর পোষ্যও। বাড়ির সকল সদস্যদেরই এদিন রং দিলেন মিমি চক্রবর্তী। 

আরও পড়ুন-বক্ষের বিভাজিকা দেখিয়ে ছবি পোস্ট, দীপিকাকে প্রকাশ্যেই থামতে বললেন রণবীর

 

তবে কেবল লাল আবিরে মেখে থাকা নয়, সঙ্গে সচেতনতার কথাও বললেন তিনি। জানালেন, ভেষজ রং দিয়েই দোল উৎসবে মেতে উঠতে। না হলে ত্বকের সমস্যা হতে পারে। রং খেলার সময় অবশ্যই এই বিশেষ দিকগুলোর নজর রাখা প্রয়োজন। নয়তো সমস্যা দেখা দিতে পারে পরবর্তীতে। দোলের আমেজে সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন মিমি। 

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি