কার চোখের গভীর সাগরে ডুব দিলেন মিমি, ভিডিওতে ধরা পড়ল সেই মুহূর্ত

Published : Dec 12, 2020, 01:58 PM ISTUpdated : Dec 12, 2020, 02:52 PM IST
কার চোখের গভীর সাগরে ডুব দিলেন মিমি, ভিডিওতে ধরা পড়ল সেই মুহূর্ত

সংক্ষিপ্ত

মিমির জীবনে কি বিশেষ কেউ কার চোখের গভীর সাগরে ডুব দিলেন মিমি চক্রবর্তী ভিডিও পোস্টে ধরা পড়ল সেই গভীরতা মিমির জীবনের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল ভক্তমহল

মিমি চক্রবর্তীর জীবনে কি বিশেষ মানুষের আগমণ। কী বলছে মিমির সোশ্যাল মিডিয়া পোস্ট। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম মিমি। তাঁর পেশাগত জীবন, আগামী ছবি, নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা সর্বদা তুঙ্গে। ছবি নিয়ে যতখানি উত্তেজনা থাকে ততখানি উত্তেজনা তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে মিমির ভক্তদের। নুসরত জাহানের বিয়েতে তাঁকে এক পুরুষের সঙ্গে নাচতে দেখা গেলে সেই সময় তাঁকে নিয়ে শুরু হয়েছিল গুজব। 

 

 

সেই খবরে আবশ্য বিন্দুমাত্র মন না দিয়ে এগিয়ে গিয়েছেন নিজের পেশাগত জীবনে। তবে মাঝে মধ্যেই তাঁর পোস্ট নিয়ে চলে বিভিন্ন কথা। যদিও ভক্তরা তাঁর পোস্টের মধ্যে সর্বদাই রহস্যের গন্ধ পেয়ে থাকে। যেমন সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন মিমি। যেখানে তাঁকে মনোরম পরিবেশে ক্যানডিড পোজে ধরা গিয়েছে। আমেরিকান গায়িকা বিলি ঈলিশের গান ওশেন আইজ গানটি চলছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। যা শুনেই মিমির ব্যক্তিগত জীবন নিয়ে ফের উঠেছে প্রশ্ন। 

 

 

কার চোখের গভীর সাগরে ডুব দিলেন মিমি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ মিমি। কেবল নিজের পেশাগত জীবন নিয়েই মন্তব্য করতে রাজি তিনি। ভিডিওতে মিমিকে দেখা গিয়েছে সেমি ফর্মাল পোশাকে। অকার ইয়েলো রঙের চেকস এখন মনে ধরেছে অভিনেত্রীর। স্টাইলিংয়ের বিষয় মিমির জুড়ি মেলা ভার, এ কথা তিনি বারে বারে প্রমাণ করেছেন। তা সে যেমনই মরশুম হোক না কেন, ট্রেন্ডের সঙ্গে এগিয়ে চলার পাশাপাশি টপ নচ স্টাইলও নখদর্পণে মিমির।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার