'মিমির শিক্ষাগত যোগ্যতা কী'! ফলোয়ারদের প্রশ্নবাণে কী জবাব দিলেন তারকা-সাংসদ

  • চলচ্চিত্র জগত থেকে রাজনীতির ময়দান, পাকাপাকি জায়গা করে নিয়েছেন মিমি চক্রবর্তী
  • বিপপল ভোটে জয়ী হয়ে যাদবপুর কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন মিমি
  • সোশ্যাল মিডিয়াতেও কী ভাবে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাও জানেন যাদবপুরের সাংসদ
  • তারকাদের নিয়ে সব সময়েই ভক্তদের মনে বিশেষ কিছু প্রশ্ন থাকে
swaralipi dasgupta | Published : Jul 13, 2019 8:59 AM IST

চলচ্চিত্র জগত থেকে রাজনীতির ময়দান, পাকাপাকি জায়গা করে নিয়েছেন মিমি চক্রবর্তী। বিপপল ভোটে জয়ী হয়ে যাদবপুর কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন মিমি। সোশ্যাল মিডিয়াতেও কী ভাবে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাও জানেন যাদবপুরের সাংসদ। তারকাদের নিয়ে সব সময়েই ভক্তদের মনে বিশেষ কিছু প্রশ্ন থাকে। ইনস্টাগ্রামে ফলোয়াসরা এমনই কিছু প্রশ্ন করেন মিমিকে। সেগুলির খোলাখুলি উত্তর দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করলেন মিমি নিজেই। 

আরও পড়ুনঃ রূপকথার গল্পের সাক্ষী থাকলেন মিমি চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি

Latest Videos

দেখে নেওয়া যাক এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর- 

১) মিমিকে এক ভক্ত জিজ্ঞাসা করেন ওজন ধরে রাখতে ও সুস্থ থাকতে তিনি কী খান। উত্তরে মিমি বলেন, আমি চেষ্টা করি স্বাস্থ্যকর খাবার খেতে। রাত ৮.৩০টার মধ্য়ে ডিনার শেষ করি। তবে শ্যুটিংয়ের জন্য ওয়ার্কআউট মিস হয়ে যায় মাঝে মাঝে। 

২) আর একজন অজ্ঞাত পরিচয় ফলোয়ার বলেন, ম্যাডাম যাদবপুরের উন্নতিটা এবার করুন! উত্তরে মিমি বলেন, একদিনে তো উন্নতি করা সম্ভব নয়। তার জন্য যা দরকার করছি। একটু বিশ্বাস রাখুন। আমি তো  ওয়ান্ডার ওম্যান নই। আশা করি আপনি তা জানেন। 

৩) এক জন জিজ্ঞাসা করেন, ম্যাডাম আপনার শিক্ষাগত যোগ্যতাটা বলুন। উত্তরে মিমি বলেন, আপনি গুগল করে দেখে নিতে পারেন। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রিয় বান্ধবী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহানের বিয়ের জন্য তুরষ্ক থেকে ঘুরে এলেন মিমি। নুসরতের কলকাতা রিসেপশনেও তাঁর উপরে ছিল গুরু দায়িত্ব। সে সব সেরে আবার নিজের কাজ শুরু করে দিয়েছেন মিমি চক্রবর্তী। 

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা