মিমির কোমরের ভাঁজে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, দীপাবলির শুভেচ্ছায় ভরল সাইবারবাসী

  • দীপাবলির সকালেই লেহেঙ্গায় সেজে উঠলেন মিমি চক্রবর্তী
  • হাতে প্রদীপের থালা নিয়ে সকলকে দীপাবলির শুভেচ্ছা
  • মিমির গ্ল্যামারেই বাড়ল কালীপুজোর সাজসোজ্জা
  • নিমেষে ভাইরাল সাংসদ-অভিনেত্রী
     

লেহেঙ্গায় সেজে উঠেছেন মিমি চক্রবর্তী। হাতে প্রদীপের থালা নিয়ে দাঁড়িয়ে তিনি। সকলকে জানালেন দীপাবলির শুভেচ্ছা। কালীপুজো উপলক্ষে অভিনেত্রীর গ্ল্যামার যেন বেড়ে গিয়েছে কয়েক গুণ। কোমরের ভাঁজে নজর গিয়েছে সকলের। ফের ভক্তদের ক্রাশ হয়ে উঠেছেন তিনি। প্রসঙ্গত, বাঙালির কাছে দুর্গাপুজোর আনন্দ দশমীতেই শেষ হয় না। বরং চলতে থাকে কালীপুজো অবধি। এবার সেই আনন্দের জেরেই কলকাতা ছেড়ে নিজের শহরে ছুটে গেলেন মিমি চক্রবর্তী। 

অভিনেত্রী সাংসদ এসবের পরিচয় কিছুক্ষণের জন্য ভুলে সোজা চলে গেলেন জলপাইগুড়ি। সেখানেই নিজের পাড়ার কালীপুজোয় সামিল হয়েছিলেন তিনি। বহুদিন পর পাড়ার কালীপুজোতে থাকতে পেরে আবেগে ভেসেছিল অভিনেত্রীর মন। মিমি সেই সব ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে হালকা নীল ও ধূসর রঙের কুর্তিতে দেখা যাবে। ভারী দুল পর, হালকা মেকআপেই সেজে উঠেছেন মিমি। মুখে রয়েছে মাস্কও। ছবিগুলি শেয়ার করে বেশি কিছু বলার মত অবস্থায় নেই তিনি। 

Latest Videos

আরও পড়ুনঃদীপাবলির আলোকসজ্জায় এই বিশেষ দিনের কথা ভুলেই গিয়েছিল সকলে, মনে করালেন মধুমিতা

 

কেবল প্রদীপের ইমোজি দিয়েই শেয়ার করেছেন ছবিগুলি। কারণ বাড়িতে ফেরার পর তাঁর কাছে ক্যাপশনে সাজিয়ে গুছিয়ে লেখার মত কিছু নেই। রয়েছে কেবল আনন্দ করার, প্রত্যেক অনুভূতিকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার ইচ্ছা। মিমি নিজের ইউটিউব চ্যানেলে নিজের জলপাইগুড়ির বাড়ির একটি ভ্লগও শেয়ার করেছিলেন। যেখানে তিনি গোটা বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলেন নিজের ভক্তদের। তাঁর ছোটবেলার ঘর, বাড়ির বাগান, তাঁর পছন্দের ফলের গাছ, ফুলের গাছ সবই বলেছিলেন সেই ভিডিওতে। এবার ফের কালীপুজো উদযাপনে ফিরে গেলেন নিজের শহরে।  

Share this article
click me!

Latest Videos

Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু