Mithai Coming Episode: মাকে হারালো মিঠাই, ভালোবাসায় ভরিয়ে ভরসা দিল সিড

মিঠাই ধারাবাহিকে নয়া মোড়, মায়ের আদর, চোখের সামনে সিডের মায়ের প্রতি ভালোবাসা, সবটাই দেখে মিঠাই যখন আনন্দে গোচ্ছা সংসার তখনই একা হয়ে গেল মনোহরার নাতবউ, হল মাতৃহারা।

সদ্য মিঠাই ধারাবাহিকে (Zee Bangla Serial Mithai)  দেখা গিয়েছে যে মিঠাইয়ের মায়ের সঙ্গে ঠিক কতটা ভালো রয়েছে সিদ্ধার্থ, মা নেই, তাই মিঠাইয়ের মা-কে কাছে না পাওয়ার যন্ত্রণাটা বোঝে সিড। কিন্তু মিঠাইয়ের এই ভালো থাকা ছিল সাময়িক। হঠাৎই সামনে এলো নতুন প্রোমো (Mithai Serial New Promo)। সেখানেই দেখা গেল মাকে হারিয়েছে মিঠাই, মায়ের কাজ করে গঙ্গা থেকে উঠতেই পাশে দাঁড়ালো সিড। মিঠাইকে (Mithai) জড়িয়ে ধরে বলল সে যেন কখনও নিজেকে একা না মনে করে। ৮ থেকে ১০ জানুয়ারি চলবে এই পর্ব। যা প্রকাশ্যে আসতেই মনখারাপ ভক্তদের।

মিঠাই (Mithai) কতটা মা ও তার ভাইয়ের জন্য মন খারাপ করে ছিল, তা তাদের সামনে থেকে দেখে আঁচ করতে পারল সিড, মিঠাইকে (Bengali Serial Mithai) সে জানিয়েছিল, ইচ্ছে থাকলে মা ও ভাইকে নিয়ে আসতে পার বাড়িতে, কিন্তু সেই মিঠাইয়ের মায়ের হাতের রান্নাতেই যে মন কাড়বে সিদ্ধার্থের তা বুঝতেও পারেনি সিদ্ধার্থ। কথার ফাঁকে তা মিঠাইকে জানাতেই চোখে আসে জল, উচ্ছেবাবুকে চিন্তেই পারে না মিঠাই। অন্যদিকে সিদ্ধার্থ সকলকে নিয়ে কলকাতা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, ভিক্টরিয়া থেকে শুরু করে গঙ্গা বক্ষ, ফুচকা থেকে শুরু করে পাপড়ি চার্ট, মিঠাইয়ের মুখে হাসি দেখে বেজায় খুশি সিদ্ধার্থ, নিয়ে গেল খাওয়াতেও। 

Latest Videos

আরও পড়ুন- Big B Stuff COVID 19 Positive: অমিতাভ বচ্চনের বাড়িতে আবারও করোনার থাবা, আতঙ্কে ভক্তমহল

আরও পড়ুন- Raj-Subhasree COVID 19 Positive: টলিপাড়ায় বাড়ছে কোভিড, পক্স সারতেই ফের করোনার কবলে রাজ-শুভ

টিআরপি (TRP) তালিকার বরাবরই সবার উপরে স্থান টাকা করে রেখেছে। যবে থেকে এই ধারাবাহিক (Bengali Serials)  মুক্তি পেয়েছে তবে থেকেই দর্শকের মনে এর জায়গা সবার উপরে। মজাদার গল্প সঙ্গে খুনসুটিতে ভরপুর এই ধারাবাহিকে চিত্রনাট্যে (Script) ছোট-বড় সব বয়সের রসদ লুকিয়ে রয়েছে পরতে পরতে। আর ঠিক সেই কারনেই এই ধারাবাহিক পরিবারের সকলের কাছেই হয়ে উঠেছে প্রিয়। রাত আটটা বাজলে ড্রইংরুমে মিঠাই দেখা চাই বাংলা ধারাবাহিকে দর্শকদের কাছে এমনই প্রভাব বিস্তার করেছে জি বাংলা ধারাবাহিক (Zee bangla) মিঠাই (Mithai)। টিআরপি-লিস্টে সকলের শীর্ষে সর্বদাই বিরাজমান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। ।  আর এই সিরিয়ালের যিনি সবচেয়ে মূল আকর্ষণ তিনি হলেন সকলের প্রিয় মিঠাই রানি। টেলি সিরিয়ালের সবচেয়ে পছন্দের নায়িকাও তিনি।  তার রূপের জাদুতে মুগ্ধ দর্শক। টিআরপি-র তালিকায় ছক্কা হাঁকানো থেকে বাঙালির সর্বত্র চর্চায় রয়েছেন মিঠাই রানি। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury