যাদবপুরের গানের ছত্রেই ট্রাম্পের বাস্তব ছবি, মিথিলার লাল-নীল পোস্ট মুহূর্তে ভাইরাল

Published : Nov 08, 2020, 01:10 PM IST
যাদবপুরের গানের ছত্রেই ট্রাম্পের বাস্তব ছবি, মিথিলার লাল-নীল পোস্ট মুহূর্তে ভাইরাল

সংক্ষিপ্ত

শনিবার রাতে, এক টান টান উত্তেজনা ভাগ্য বদল ট্রাম্পের, নির্বাচণের ফলাফল সেই পরিস্থিতিতেই সঙ্গী যাদবপুরের গান হোক কলরবে মাতলেন মিথিলা

জো বাইডেন, শনিবার রাত থেকেই ভাইরাল এই একটাই নাম। ট্রাম্পের হার, এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে বিভিন্ন পোস্ট। কোথাও দেখা যায় বাইডেনকে স্বাগত জানাতে, কেউ আবার ট্রাম্পকে নিয়ে মিমে মাতলেন। ট্রাম্প এই হার মানতে নারাজ, তাঁর অবস্থার কথা দেখেই এক কথায় মাথায় হাত অনেকের। আর সেই বাস্তব ছবিই এবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন সৃজিত পত্নী মিথিলা। অস্ত্র করলেন গানকে। 

যাদবপুরের হোক কলরব, খুব পরিচিত ও জনপ্রিয় এই গানের ছত্রে ছত্রে প্রতিবাদের ভাষা। যা এক কথায় বলতে গেলে তরুণ সমাজের বদলের ইঙ্গিতই বহন করে। তারই কলিতে থাকা লাল না হয়ে নীল হল ক্যান-ই যেন ট্রাম্পের মনের কথা। এই প্রশ্নই কোথাও যেন এটাই ট্রাম্পের মনের কথা। কীভাবে যেন ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। 

 

 

ট্রাম্পের পরিস্থিতি নিয়ে মজার ছলে করা এই পোস্ট মুহূর্তে ভক্তদের নজরে আসে। কোথাও গিয়ে যেন এক পলকে সবটাই পাল্টে যাওয়া। মিথিলার পোস্টে যাদপুরের গান। হোক কলরব দিয়েই মাতিয়ে তোলা যাদপুরের সুরেই মাতলেন এবার অভিনেত্রী। এই পোস্ট মুহূর্তে সকলের নজর কাড়ে। অর্নবের সেই বিখ্যাত গানেই এবার ভাইরাল হতাশ ট্রাম্প। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার