দু'বছর পর 'ইরাবতী'র যাত্রাপথ শেষ হল, কান্নায় ভেঙে পড়লেন মনামী ঘোষ

Published : Aug 03, 2020, 11:39 PM IST
দু'বছর পর 'ইরাবতী'র যাত্রাপথ শেষ হল, কান্নায় ভেঙে পড়লেন মনামী ঘোষ

সংক্ষিপ্ত

'ইরাবতী চুপকথা' ধারাবাহিকের শেষ দিন শেষ দিনের শ্যুটিংয়ে আবেগে ভাসলেন মনামী ঘোষ কান্নায় ভেঙে পড়লেন ধারাবাহিকের নায়িকা সেট থেকে ভিডিও শেয়ার করলেন ইউটিউব চ্যানেলে 

শেষ হল ইরাবতীর যাত্রাপথ। 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকটি দু'বছর দর্শকমহলকে মুগ্ধ করেছে। মনামী ঘোষের চরিত্র ইরাবতীকেও বেশ পছন্দ করেছে তারা। এবার সেই চরিত্র কেবল নয় গোটা ধারাবাহিকটি বিদায় নিল। নিজের ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী মনামী ঘোষ। লিখেছেন, "ইরাবতী চুপকথার শেষ দিনের শ্যুটিং।" ভিডিওতে শেষ দিনের শ্যুটিংয়ের গোটা দিনের ঝলক নিয়ে শেয়ার সেই ভিডিও। ভিডিওতে কান্নায় ভেঙে পড়লেন মনামী। ধারাবাহিকটি নিয়ে অত্যন্ত আবেগঘন হয়ে উঠলেন তিনি।

আরও পড়ুনঃকরোনামুক্ত হয়েও স্বস্তি নেই অমিতাভের, ছেলের জন্য উদ্বেগ বাড়ছে ক্রমশ

কেক কেটে শেষ দিনের শ্যুটিং সারলেন সকলে। নিজের সহ অভিনেতা-অভিনেত্রীদের ধন্যবাদ জানালেন। একটি কবিতা পড়ে শোনালেন মনামী। যা শুনে আবেগঘন হয়ে উঠেছে সেটে থাকা সকল তারকা এবং টেকনিশয়ানরাও। ইরাবতী চুপকথার পরিতালকও ধন্যবাদ জানালেন মনামী সহ সকলকে। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন মানমী। যদিও নিমেষের মধ্যে নিজেকে সামলেও নিয়েছিলেন তিনি। ইতিমধ্যে কমেন্ট সেকশনে দর্শকের আগ্রহ ক্রমশ বেড়ে চলেছে। ধারাবাহিকটি হঠাৎ শেষ কেন হল। 

আরও পড়ুনঃদিনের শেষে রাখি উদযাপনের ঝলক, উপহারে রইল মাস্ক

তাঁকে এর পর কোন ধারাবাহিকে বা ছবিতে দেখা যাবে। লকডাউনের মাঝেই তিনি কোনও ধারাবাহিকে ফিরছেন কিনা। একের পর এক প্রশ্ন এসে চলেছে সোশ্যাল মিডিয়ায়। ভিন্ন ধারার এই ধারাবাহিকটি মুগ্ধ করেছিল দর্শকমহলকে। মনামীর ভক্তের সংখ্যাও বাড়তে থাকে এর সাহায্যে। দিন কতক আগে আরুশির চরিত্রে সেজে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই চরিত্রটি ধারাবহিকটি শেষ হওয়ার আগেই বিদায় নিয়েছে। কেন আরুশির চরিত্রটি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, মনামী ধারাবাহিকে থাকছেন কি না সেই নিয়ে প্রশ্ন করেছিল সাইবারবাসীরা।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে