মনামীর 'হোঠোঁ ম্যয় এইসি বাত', বৈজয়ন্তী মালাকে ট্রিবিউট বঙ্গলালনার

Published : Jan 27, 2021, 05:54 PM IST
মনামীর 'হোঠোঁ ম্যয় এইসি বাত', বৈজয়ন্তী মালাকে ট্রিবিউট বঙ্গলালনার

সংক্ষিপ্ত

বৈজয়ন্তী মালাকে ট্রিবিউডট মনামীর ঘোষের 'হোঠোঁ ম্যয় এইসি বাত' গানে নৃত্য পরিবেশনা অভিনেত্রীর একদিন আগে ঝলক এনে এবার দিলেন চমক ভিডিওতে ঝড় তুললেন মনামী  

মনামীর ঘোষের প্রোফাইলে বিনোদনের অভাব নেই। মনামিকে যত দেখছে নেটিজেন ততই অবাক হচ্ছে। সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন মানমী। মনামীর ইনস্টাগ্রাম লকডাউনে যেন টোটাল বিনোদনের প্যাকেজ। কী না নেই নাচ, গান, কবিতা আবৃত্তি, শর্ট ফিল্ম। প্রায়সই নিজের নাচের ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করেন অভিনেত্রী। 

আরও পড়ুনঃজুনের মিথ্যে নাটকের জেরে শ্রীময়ীর দিকে ঘুরল অনিন্দ্য, অবশেষে কার পাল্লা হল ভারি

 

কখনও ধক ধক গার্ল মাধুরী দিক্ষীতকে ট্রিবিউট জানান তো কখনও  দীপিকা পাডুকোনের ছবি পদ্মাবত-এর গান নেনোওয়ালে নে-তে কোমর দুলিয়েছিলেন নায়িকা। 'লজ্জা' ছবির বড়ি মুশকিল গানে নাচ করে মুগ্ধ করেছিলেন মনামী। নেনোওয়ালে নে গানেতেও চোখ ধাঁধিয়েছিলেন তিনি। পরণে লাল রঙের ঘাঘড়া। নথ ছাড়া নেই কোনও গয়না। রূপ যেন ঠিকরে পড়ছিল মনামীর। নাচের ভিডিওতে ছিল অভিনবত্ব, গ্রামের মধ্যে শ্যুট করা হয়। 

 

 

আশপাশে কেবল বন জঙ্গল আর পুকুর। সেখানেই নিজের নাচের প্রতিভায় মেতে উঠেছিলেন মনামী। মাধুরী, দীপিকার পর এবার বৈজয়ন্তী মালার জনপ্রিয় গান 'হোঠোঁ ম্যয় এইসি বাত'-এ নৃত্য পরিবেশন করে দেখান মনামী। ভিডিওতে কমলা রঙের স্কার্ট এবং কালো রঙের টপ। লম্বা বেনি করা চুল, কালো চুরি, লাউড মেকআপ। মনামীর ভিডিওতে ফের ভাইরাল হলেন অভিনেত্রী।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার