ভাইরাল হওয়া নুসরত-নিখিলের এই ছবি ঠিক যেন রূপকথার রাজা-রানি

  • বিয়ের পর এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে নুসরতের বেশ কয়েকটি ছবি
  • এবার প্রকাশ্যে এল নুসরত-নিখিলের বিয়ের আরও এক ছবি
  • নুসরত পরেছেন একটি দুধ-সাদা রঙের গাউন
  • নিখিল পরেছেন একটি কালো স্যুট
Indrani Mukherjee | Published : Jun 21, 2019 10:25 AM IST / Updated: Jun 21 2019, 04:10 PM IST

এবারের লোকসভা নির্বাচনে বসিরহাটের প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার সময় থেকেই খবরে ছিলেন টলি নায়িকা নুসরত জাহান। ভোটযুদ্ধে বিপুল জয়লাভের পর নুসরত নায়িকা বসলেন বিয়ের পিড়িতে। বিয়ের পর এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে নুসরতের বেশ কয়েকটি ছবি। আর এবার প্রকাশ্যে এল আরও এক ছবি। 

এর আগে ফাদার্স ডে-র দিন বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন নুসরত, সেখানে বাবাকে জড়িয়ে ধরে রীতিমতো কেঁদে ফেলেছিলেন নায়িকা। আর এবার বাবার সঙ্গে আরও একটি ছবি ভাইরাল হয়েছে তাঁর। যেখানে দেখা গিয়েছে বিয়ের পোশাকে বাবার সঙ্গে হেঁটে চলেছেন  নায়িকা। 

Latest Videos

 

বুধবার তুরষ্কের বোদরুম শহরের সিক্স সেন্স কাপালানকায়া হোটেলে বসেছিল নুসরত জাহান-এর বিবাহ বাসর। ডেস্টিনেশন ওয়েডিং-এ এক অন্য মাত্রা যোগ করেছে এই টলিকন্যার বিয়ে। বিয়ের জন্য আয়োজন কিছু কম করেননি টলি নায়িকা। অতিথিদের জন্য ছিল এলাহী আয়োজন। তুরষ্কের বিশেষ খাবারের পাশাপাশি ছিল ভারতীয় পদও। ব্যবস্থা ছিল ইয়র্ট পার্টিরও।

 

প্রসঙ্গত জানা গিয়েছিল, বৃহস্পতিবার নববিবাহিত দম্পতির জন্য আয়োজন করা হবে হোয়াইট ওয়েডিং-এর। কথা ছিল সেদিন নুসরত মিন্ট গ্রিন ও সাদার মিশেলে একটি পোশাক পরবেন।  সম্প্রতি প্রকাশ্যে এল এমনই এক ছবি যেখানে নুসরত ও স্বামী নিখিলকে দেখে মন হবে যেন ঠিক রূপকথার গল্পের রাজা-রানি। নুসরত পরেছেন একটি দুধ-সাদা রঙের গাউন এবং নিখিল পরেছেন একটি কালো স্যুট। আগামী ৪ জুলাই কলকাতায় তাঁদের রিসেপশন হওয়ার কথা রয়েছে। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope