মেহেন্দি, বিয়ে, ইয়র্ট পার্টি! নুসরতের বিয়ের নানা দৃশ্যের ভিডিও অবশেষে প্রকাশ্যে

swaralipi dasgupta |  
Published : Jun 20, 2019, 07:23 PM ISTUpdated : Jun 20, 2019, 07:38 PM IST
মেহেন্দি, বিয়ে, ইয়র্ট পার্টি! নুসরতের বিয়ের নানা দৃশ্যের ভিডিও অবশেষে প্রকাশ্যে

সংক্ষিপ্ত

বুধবার তুরষ্কের বোদরুম শহরে সাত পাকে বাঁধা পড়েছেন নুসরত জাহান ও নিখিল জৈন একেবারে রাজকীয় কায়দায় বোদরুম শহর মাত করে বিয়ে করলেন বসিরহাটের সাংসদ তথা নায়িকা নুসরত বোদরুমের সিক্স সেন্স কাপালানকায়া হোটেলে বিয়ে করেন নুসরত  অতিথিদের জন্য ছিল এলাহী আয়োজন

বুধবার তুরষ্কের বোদরুম শহরে সাত পাকে বাঁধা পড়েছেন নুসরত জাহান ও নিখিল জৈন। একেবারে রাজকীয় কায়দায় বোদরুম শহর মাত করে বিয়ে করলেন বসিরহাটের সাংসদ তথা নায়িকা নুসরত। 

বোদরুমের সিক্স সেন্স কাপালানকায়া হোটেলে বিয়ে করেন নুসরত।  অতিথিদের জন্য ছিল এলাহী আয়োজন। তুরষ্কের স্পেশাল খাবারের সঙ্গে ভারতের খাবারও ছিল বিয়ের মেনুতে। এমনকী ব্যবস্থা ছিল ইয়র্ট পার্টিরও। 

ডেস্টিনেসন ওয়েডিং আয়োজক সংস্থা ইনভেন্টাম গ্লোবাল টার্কি তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে। সেই ভিডিওয়ে নুসরতের মেহেন্দি, সঙ্গীত থেকে ইয়র্ট পার্টি সব দৃশ্যই রয়েছে। 

দেখুন সেই ভিডিও- 

 

 

প্রসঙ্গত, বোদরুমে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরতের একদম ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা। ছিলেন মিমি চক্রবর্তীও। বিয়েতে নুসরত পরেছিলেন একটি লাল রংয়ের লেহঙ্গা চোলি। এই লেহঙ্গা চোলি ডিজাইন করেছেন খোদ নুসরতের বর নিখিল জৈন। 

বিয়ের জন্য বেশ কয়েকটি ডিজাইনার পোশাক ছিল নুসরতের সংগ্রহে। ছিল সব্যসাচীর ডিজাইন করা পোশাকও। কিন্তু বিয়ের জন্য শেষে নুসরত বেছে নেন নিখিলের ডিজাইন করা পোশাকই। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?