টেলিপর্দায় টলিউড অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, আসছে 'জীবন সাথী'

সংক্ষিপ্ত

  • জীবন সাথী আসছে টেলিভিশনের পর্দায়
  • নতুন গল্পের ছক বেঁধেই তৈরি হয়েছে এই নতুন সিরিয়াল
  • বহুদিন পর টেলিপর্দায় ফিরছেন ইন্দ্রাণী দত্ত
  • খলনায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে

পুরনো ছকে বাঁধা নতুন গল্প। রূপেই বিচার হয় মেয়ের গুণ। সেই মত দেখা হয় পাত্র, রূপের মাপকাঠিতেই বেছে নেওয়া হয় সেই মেয়েকে। তবে তথাকথিত রূপের বহর না থাকলেই শুনতে হয় নানা কথা। কোথা শোনানোর তালিকায় রয়েছে সালঙ্করার নাম। টলিউড অভিনেত্রী ইন্দ্রাণী আসছেন বাংলা টেলিভিশনের পর্দায়। 

আরও পড়ুনঃমারাঠি সাজে 'ক্লাসিক' দর্শনা, তবে কি মুম্বইয়ে প্রস্তাব বঙ্গতনয়ার ঝুলিতে

Latest Videos

বহুদিন তাঁকে সিনেপর্দায় দেখা যায় না। খুব কম দেখা গিয়েছিল টেলিপর্দায়। এবার ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। আসছে জীবন সাথী। জিং বাংলায় ৫ অক্টোবর থেকে শুরু হবে এই ধারাবাহিক। সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকের ট্রেলার। দুই বোন একটি শাড়ির দোকানে যায়। শহরের বুকে বেশ বড় নামী দোকান সালঙ্করা। এই দোকানের মালিক হল সালঙ্করা। 

আরও পড়ুনঃসঙ্গীত জগতের এক যুগের অবসান, এসপি বালাসুব্রমণিয়মের প্রয়াণে বলিুডের শোকপ্রকাশ

সালঙ্করার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রাণী। রূপ ও গুণ নিয়ে দুই বোনের মধ্যে বিবাদ লাগাবার চেষ্টা করতেই পাল্টা জবাব পেতে হয় তাঁকে। এই নিয়েই এগোবে ধারাবাহিকের চিত্রনাট্য। ধারাবাহিকটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা। ইন্দ্রাণীকে বহু বছর পর পর্দায় পেয়ে বেজায় খুশি দর্শকমহল। তবে খলনায়িকার চরিত্রে তিনি কতটা গ্রহণযোগ্য হবেন সেটাই দেখার বিষয়। 

Share this article
click me!

Latest Videos

SSC Scam News: SSC দুর্নীতিতে বিজেপির দুর্দান্ত অ্যাকশন শুরু! রাজ্য সরকারকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ
মমতাকে, ১৬ বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছিল : Suvendu Adhikari | SSC News | #shorts