শতবর্ষে বাংলা চলচ্চিত্র, উদযাপনে আসছে 'মায়াকুমারী', প্রকাশ্যে ছবির প্রথম গান

  • শতবর্যে বাংলা ছবি, সেই উপলক্ষেই তৈরি হচ্ছে মায়া কুমারী
  • ছবিতে থাকবে মোট ১২টি গান
  • প্রকাশ্যে এল সেই ছবির প্রথম গান
  • মুখ্য ভূমিকাতে অভিনয় করছেন ঋতুপর্ণা 

Jayita Chandra | Published : May 9, 2020 2:34 PM IST / Updated: May 09 2020, 08:08 PM IST

বাংলা ছবির একশো বছর উদযাপন। সেই উপলক্ষেই মায়াকুমারী তৈরি করছেন অরিন্দমশীল। নতুন বাংলা ছবি ঘিরে এখন সকলেরই উত্তেজনা তুঙ্গে। রবীন্দ্র জয়ন্তীতে এবার প্রকাশ্যে এল সেই মায়াকুমারী ছবির নতুন গান মধু  মাসে ফুল। এক ভিন্ন মেজাজের এই গান যেন মুহূর্তে ইঙ্গিত দিল প্রেক্ষাপটের। মায়াকুমারী-র জীবনের এক স্কেচ এঁকে দিয়ে যায় চোখের পাতায় এই গান। গানটি গেয়েছেন মধুমন্তী বাগচী। 

আরও পড়ুনঃ অবিকল মাধুরী দীক্ষিত, ছবি পোস্ট করে খোলসা করলেন অভিনেত্রী

ছবির মিউজিক পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। লকডাউনেই তৈরি হয়ে গেল ছবির প্রথম গান। ছবিটিতে থাকছে মোট ১২টি গান। তারই প্রথমটি এবার ঝড় তুলল নেট দুনিয়ায়। গানের কথা শুভেন্দু দাসমুন্সীর। গান তৈরি হলেও তৈরি নেই ছবির দৃশ্য। ছবির কাজ হওয়ার সময়ই লকডাউন ঘোষণা। তাই অসমাপ্ত ছবির বেশ কিছু টুকরো টুকরো অংশ স্থান পেল গানের বিভিন্ন ছত্রে। 

ছবিতে অভিনয় করতে দেখা যাবে  ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত। রয়েছেন সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশীষ রায় এবং অর্ণ মুখোপাধ্যায়ও। ছবিটি তৈরি ডাকসাইটের অভিনেত্রী মায়াকুমারীকে নিয়ে। যে নামভুমিকাতে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই গানের মধ্যে দিয়েই সামনে এল তাঁর আরও এক লুক। সেই সময় অভিনয় জগতের সংগ্রামের গল্প, তাঁর জীবনে আসা সম্পর্কের গল্পই চার দশকে বাঁধা। তাই এবার টলিউডের ক্যানভাসে আঁকবেন পরিচালক অরিন্দম শীল। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!