বাংলা ওয়েব সিরিজে নতুন চমক, সৌরভের পরিচালনায় ডেবিউ করছেন রজত কাপুর

Published : Oct 20, 2019, 02:11 PM ISTUpdated : Oct 20, 2019, 02:13 PM IST
বাংলা ওয়েব সিরিজে নতুন চমক, সৌরভের পরিচালনায় ডেবিউ করছেন রজত কাপুর

সংক্ষিপ্ত

একের পর এক ওয়েব সিরিজ মন জয় করেছে দর্শকদের এবারে সেই জনপ্রিয়তা আরও এক ধাপ বৃদ্ধি পাবে বলে আশাবাদী দর্শকেরা বাংলার ওয়েব সিরিজে কাজ করবেন অভিনেতা রজত কাপুর পরিচালক সৌরভ চক্রবর্তীর  সিরিজে পায়েল-মুমতাজের সঙ্গে স্ক্রীন শেয়ার করবেন তিনি

বর্তামানে সিনেমার পাশাপাশি বাংলায় ওয়েব সিরিজগুলো যে সমানভাবে জনপ্রিয়, তা আর বলার বাকি রাখে না। একের পর এক ওয়েব সিরিজ মন জয় করেছে দর্শকদের। এবারে সেই জনপ্রিয়তা আরও এক ধাপ বৃদ্ধি পাবে বলে আশাবাদী দর্শকেরা। আর এর কারন হল, এবার বাংলার ওয়েব সিরিজে অভিনয় করবেন অভিনেতা রজত কাপুর। পরিচালক সৌরভ চক্রবর্তীর  সিরিজে পায়েল-মুমতাজের সঙ্গে স্ক্রীন শেয়ার করবেন তিনি।

সৌরভ এর পরিচালনায় 'জাপানি টয়', 'কার্টুন', 'ধানবাদ ব্লুজ'-এর মত ওয়েব সিরিজগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। পরিচালকের কাজ বেশ সারা ফেলেছে নেটিজেনদের মধ্যে। অনেকে আবার এমনও মন্তব্য করে বসেছিলেন এমন ধরনের কাজ বারবার হোক। তাই এই খবর প্রকাশ্যে আসতেই আবারও সৌরভ চক্রবর্তীর নতুন এই সিরিজ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে নেটিজেন মহলে।

এদিকে বাংলা ওয়েব সিরিজ জগতে রজত কাপুরের ডেবিউ হচ্ছে সৌরভের হাত ধরেই। তাই এই সিরিজ-এর থ্রিলারের চমক পেতে মরিয়া ওয়েব সিরিজ প্রেমীরা। পরিচালক ও যথেষ্ট আশাবাদী তাঁর এই নতুন ওয়েব সিরিজ নিয়ে। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার