ছেলে ঈশানের সঙ্গে প্রথম ইদ সেলিব্রেশন, ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে কী কী খাচ্ছেন নুসরত জানেন?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ইদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি এও জানিয়েছেন ইদে কী প্ল্যান রয়েছে নায়িকার। নুসরত জানিয়েছেন, এবারের ইদ একদমই ঘরোয়া ভাবে পালন করবেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই ইদ সেলিব্রেশন করবেন নায়িকা। যেহেতু ছেলে ঈশানের প্রথম ইদ, তাই এবছরটা অনেক অনেক বেশি স্পেশ্যাল। আর সদ্যই যেহেতু শুটিং সেরে বিদেশ থেকে ফিরেছেন নায়িকা, তাই এই স্পেশ্যাল দিনটার পুরোটা ঈশানের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন নুসরত জাহান। আর কী কী প্ল্যান রয়েছে ইদের, তাও খোলসা করে জানিয়েছেন নুসরত জাহান।

সারা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। গত কয়েকবছর ধরেই করোনা অতিমারিতে সমস্ত উৎসবের রং ফিকে হয়েছিল। করোনার প্রকোপ কমতেই নিউ নর্মালে  ফিরেছে সকলেই। চলতি বছরের ইদ উৎসবে সামিল হয়েছে নুসরত জাহান। তবে এবারের পবিত্র ইদ অনেকটা বেশি স্পেশ্যাল নুসরত জাহানের কাছে। কারণ ছেলে হওয়ার পর জীবনে প্রথমবার ইদ সেলিব্রেট করছে নুসরত জাহান। এই কারণের জন্যই এবারের ইদ ঘরোয়া ভাবেই সেলিব্রেট করেছেন টলিপাড়ার সাংসদ তারকা। এই প্রথমবার একরত্তি নিয়ে ইদ পালন করছেন নুসরত।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ইদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি এও জানিয়েছেন ইদে কী প্ল্যান রয়েছে নায়িকার। নুসরত জানিয়েছেন, এবারের ইদ একদমই ঘরোয়া ভাবে পালন করবেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই ইদ সেলিব্রেশন করবেন নায়িকা। যেহেতু ছেলে ঈশানের প্রথম ইদ, তাই এবছরটা অনেক অনেক বেশি স্পেশ্যাল। আর সদ্যই যেহেতু শুটিং সেরে বিদেশ থেকে ফিরেছেন নায়িকা, তাই এই স্পেশ্যাল দিনটার পুরোটা ঈশানের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন নুসরত জাহান। আর কী কী প্ল্যান রয়েছে ইদের, তাও খোলসা করে জানিয়েছেন নুসরত জাহান।

Latest Videos

 

 

ঈশানের সঙ্গে প্রথম ইদ সেলিব্রেশন করছেন নুসরত জাহান। সাদা রঙের স্লিভলেস সালোয়ার কামিজ পরে একটি ভিডিও শেয়ার করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত। খোলা চুল, কানে বড় কানের দুল, হালকা মেক আপে লাস্যময়ী নুসরত জাহান। নুসরত জানান,  ইদ মানেই কব্জি ডুবিয়ে খাওয়া। তাই বছরের এই দিনটা চিট ডে। আজ বিরিয়ানি, শাহি টুকরা, শির খুরমা খাওয়ার দিন। আজ একটাই প্রার্থনা সর্বশক্তিমান আমাদের আরও শক্তি দিন যাতে আমরা বিভেদ ভুলে মানুষ হিসেবে আরও শক্তিশালী হতে পারি। সবাই সুখে থাকুক, সুরক্ষিত থাকুক, স্বাস্থ্যবান থাকুক। এবং গোটা পৃথিবী যে কোভিডমুক্ত হয়। সকলেই নুসরতকে ইদের শুভেচছা জানিয়েছেন। ২০২১ সালেই আগস্ট মাসে পুত্র সন্তানের মা হয়েছেন নুসরত জাহান। মা হওয়ার পরই কাজে ফিরেছেন নুসরত জাহান। শুধু তাই নয়, শরীরে নেই বেবিফ্যাট, চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত।  ছেলে হওয়ার পর যেন একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন নুসরত । সাংসদ অভিনেত্রীর হাতে এখন একের পর এক ছবির কাজ।    একরত্তি ঈশানকে সামলেও সবটা ব্যালেন্স করে চলছেন নুসরত । অভিনয়ের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্বও সামলাচ্ছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ভালই রয়েছেন নুসরত জাহান। সম্প্রতি শিলাদিত্য ভৌমিকের পরিচালনায় যশ দাশগুপ্তের সঙ্গে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির কাজ শেষ করে ফেলেছেন নুসরত জাহান। টলিপাড়ার টক অফ দ্য টাউন-কে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। যশ দাশগুপ্তের সঙ্গে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে নুসরত জাহানকে । 
 

আরও পড়ুন-গর্জিয়াস স্কিনফিট মিনি ড্রেসে হট ক্লিভেজের উঁকি, উরুর খাঁজে আগুন জ্বালালেন 'সেক্সিয়েস্ট' মৌনি

আরও পড়ুন-সি-থ্রু পোশাকে স্পষ্ট ফুটে উঠল অন্তর্বাস, ফিনফিনে প্য়ান্ট পরে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড মালাইকা

আরও পড়ুন-ট্রান্সপারেন্ট পোশাক, আলো পরতেই গোপনাঙ্গ ঢাকতেই ব্যস্ত প্রিয়ঙ্কা, নিমেষে ছড়িয়ে পড়ল ছবি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন