সব্যসাচীর সোনার শাড়িতে হটলুকে ভ্যাক্সিন কর্তার স্ত্রী, মেট গালায় গ্ল্যামার ঝরাচ্ছেন নাতাশা পুনাওয়ালা

Published : May 03, 2022, 12:00 PM ISTUpdated : May 03, 2022, 12:10 PM IST
সব্যসাচীর সোনার শাড়িতে হটলুকে ভ্যাক্সিন কর্তার স্ত্রী, মেট গালায় গ্ল্যামার ঝরাচ্ছেন নাতাশা পুনাওয়ালা

সংক্ষিপ্ত

মেট গলার এই ইভেন্টের ছবি সব্যসাচী নিজের সোশ্যাল ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এই সোনার শাড়িটি তাঁর কাছে অনন্য

ডিজাইনার সব্যসাচীর তৈরি শাড়িতেই বাজিমাৎ করলেন ভ্যাক্সিন মেকার আদার পুনেওয়ালার স্ত্রী নাতাশা পুনেওয়ালা। মেট গালা -২০২২ এর রেড কার্পেটে একটি সোনার শাড়ি পরেই নজর কেড়ে নিলেন নাতাশা। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট এর অনুষ্ঠিত মেট গালায় চলতি বছরের থিম 'আমেরিকাঃ ফ্যাশানের অ্যানথোলজি' এককথায় গিল্ডেড গ্ল্যামার। এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নাতাশা পুনাওয়ালা। তিনি পরেছিলেন সব্যসাচীর তৈরি একটি সোনার শাড়ি। যাতে তাঁকে অনবদ্য লাগছিল। ঝরে পড়ছিল নাতাশার গ্ল্যামার। 

মেট গলার এই ইভেন্টের ছবি সব্যসাচী নিজের সোশ্যাল ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এই সোনার শাড়িটি তাঁর কাছে অনন্য। এটি সত্যি তাঁর কাছে গিল্ডেড গ্ল্যামার। তিনি জানিয়েছেন নাতাশার পোশাক ডিজাইন করেছেন তিনি। তাঁর তৈরি এই পোশাক দেশকাল সমস্ত কিছুর ভৌগলিক সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেছেন তিনি যখন ফ্যাশান ডিজাইনিং-এর ছাত্র ছিলেন তখন থেকেই তাঁর স্বপ্ন ছিল মেটা গালার মত অনুষ্ঠানে অংশ নেবেন।  

নাতাশা পুনেওয়ালার শাড়িটি নিয়ে সব্যসাচী লিখেছেন, তিনি ভারতীয় কারুশিল্পকে বিশ্বের আঙিনায় তুলে ধরতে চেয়েছেন। সেই কারণে শাড়িতে সোনার কাজ রয়েছে। যা একদমই হাতের তৈরি। শাড়িটি সিল্ক ফ্লস থ্রেড দিয়ে এমব্রয়ডারি করা। বেভেল স্টোল, সেমি স্টোনেরও কাজ করেছেন শাড়িটিতে। ক্রিস্টাল, সিকুইন, অ্যাপ্লিক প্রিন্টেড মলমল রয়েছে। নাতাশার গয়নাগুলিও সব্যসাচী ফাইন জুয়েলারির কাস্টম পিস আর  সব্যসাচীর কিউরিওসিটি আর্ট অ্যান্ড অ্যান্টিকুইটি প্রজেক্টের সীমিত সংস্করণের সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। এই রয়েছে দামি দামি পাথর। 

এই বছর মেটা গালার হোস্ট ও কো চোয়ারদের মধ্যে রয়েছে রেজিনা কিং, ব্লেক লাইভলি, রায়ান  রেনল্ডস, লিন ম্যানুয়েল মিরান্ডা। ডিজাইনারদের মধ্যে রয়েছে টম ফোর্ড, ইনস্টাগ্রামের অ্যাডম মোসেরি, ভোগের এডিটর ইন চিফ আনা উইনট্রুর। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে