জিম লুকে নুসরতের হট ফোটোশ্যুট, লকডাউনে হয়ে উঠুন নায়িকার মত ফিট

Published : Apr 21, 2020, 10:54 PM IST
জিম লুকে নুসরতের হট ফোটোশ্যুট, লকডাউনে হয়ে উঠুন নায়িকার মত ফিট

সংক্ষিপ্ত

লকডাউনের ভক্তদের মন ভরাতে জানেন নুসরত জাহান। জিমের পোশাকে হট ফোটোশ্যুটে ধরা দিলেন অভিনেত্রী। ছবি দেখে মুগ্ধ সাইবারবাসী।

দিনের শুরু থেকে শেষ, সংবাদে শিরোনামে একটাই নাম। নুসরত জাহান। কখনও তাঁর সৌন্দর্য নিয়ে তো কখনও আবেগভরা পোস্ট নিয়ে। এবার জিম লুকে ধরা দিয়ে চোখ ধাঁধালেন ভক্তদের। স্পোর্টসওয়্যারে তাঁকে দেখে ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ। বেশ কয়েকটি ছবি আপলোড করে রীতিমত জিমলুক গোলস দিচ্ছেন নায়িকা।

আরও পড়ুনঃশিফন শাড়িতে তন্বীর ঠুমকা, মুগ্ধ নেটদুনিয়া

নুসরতের এই ছবিগুলি দেখার পর এই জিমলুক ট্রাই করার কথা ভেবেছে জেন ওয়াই ও এক্সের অসংখ্য মেয়েরা। সে কথা তারা কমেন্ট সেকশনেই জানিয়েছে। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। 

আরও পড়ুনঃভিকি-রাজকুমারের হাউজিংয়ে করোনার প্রকোপ, সিল করা হল কমপ্লেক্স

 

নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে আঠারো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার