নববর্ষেই বড়পর্দায় ‘একেনবাবু’, দার্জিলিংয়ে কোন রহস্যভেদ করবেন, দেখুন ট্রেলার

রহস্য, রোমাঞ্চ ও নিখাদ হাসির ফোয়ারা নিয়ে আসছে ‘দ্য একেন’ (The Eken)। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশিত হল ট্রেলার।

'বাপি বাবু' আর 'প্রমথ বাবু'-র সঙ্গে তাঁর খুনসুটি মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। আসলে বাংলার তথাকথিত গোয়েন্দাদের ধারণাটাই একেবারে বদলে দিয়েছেন তিনি। মাছে-ভাতে গোয়েন্দা যে খাদ্যরসিক হওয়ার পাশাপাশি রসিক মানুষ হতে পারে তা দেখিয়ে দিয়েছেন 'একেন বাবু' (Eken Babu)। আর সেই কারণে ওটিটি প্ল্যাটফর্মে বেশ প্রশংসিত হয়েছে এই সিরিজের প্রতিটি সিজনই। এবার আর ওটিটিতে নয় 'বাপি বাবু' আর 'প্রমথ বাবু'-র সঙ্গে বড় পর্দায় গোয়েন্দাগিরি করতে দেখা যাবে একেন থুড়ি অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakraborty )। রহস্য, রোমাঞ্চ ও নিখাদ হাসির ফোয়ারা নিয়ে আসছে ‘দ্য একেন’ (The Eken)। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশিত হল ট্রেলার।

সুজন দাশগুপ্তর কাহিনির উপর ভিত্তি করে ‘দ্য একেন’ ছবিটি তৈরি করা হয়েছে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবির কাহিনি লেখা হয়েছে শৈলশহর দার্জিলিংকে কেন্দ্র করে। একইভাবে দুই সঙ্গী বাপি ও প্রমথকে নিয়ে দার্জিলিং বেড়াতে যান একেনবাবু। ট্রেলারের প্রথমদিকেই গাড়িতে যেতে যেতে তাঁদের খুনসুটি ধরা পড়েছে। আর সেখানেই অভিনেত্রী বিপাশা মিত্রর (পায়েল সরকার) সঙ্গে দেখা করার সুযোগ মেলে। একেনবাবুকে একটি কেসের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানায় বিপাশা। তারপরই শুরু হয় রহস্য। আর তার মাঝে আবার একেনবাবুর অপ্রাসঙ্গিক কথা তো রয়েছেই। আসলে কোনও কেসই গুরু গম্ভীরভাবে সমাধান করতে পারেন না তিনি। 

Latest Videos

ছবিতে বাপির ভূমিকায় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়। আর প্রমথর চরিত্রে আরজে সোমক। এছাড়াও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রেয়েছেন ‘মন্দার’ সিরিজ খ্য়াত দেবাশিস মণ্ডল। বাঙালির কাছে গোয়েন্দা মানেই ফেলুদা আর ব্যোমকেশ। কিন্তু, তাঁদের কথনও স্ক্রিনে খাদ্যসরিক হিসেবে দেখা যায়নি। সব সময়ই তাঁদের গুরু গম্ভীর ইমেজ ধরা পড়েছে। এমনকী, রসিকতা করতেও দেখা যায়নি তাঁদের। কিন্তু, সেই সব ইমেজকে ঝেড়ে ফেলেছে একেনবাবু। তিনি যেমন খাদ্যরসিক তেমনই রসিকতা করতে ভালোবাসেন। ছবির ট্রেলারেও ধরা পড়েছে সেই সবই।  

চার বছর ধরে একেনবাবুর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। তাঁর অভিনয়ের জাদুতেই চরিত্রটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। আর এবার প্রথমবার বড় পর্দায় গোয়েন্দাগিরি করতে দেখা যাবে তাঁকে। এসভিএফের প্রযোজনায় বড়পর্দায় একেনবাবুর চরিত্র ফুটিয়ে তুলতে পেরে খুশি অভিনেতা। পয়লা বৈশাখেই মুক্তি পাচ্ছে ‘দ্য একেন’। ছবির জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন শুভদীপ গুহ। আর সংগীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন