অন্তর্বাসে প্রায় উন্মুক্ত পিঠে ছবি পোস্ট পায়েলের, লাগাতার চলছে স্লাটশেমিং

  • অন্তর্বাসে খোলা পিঠে পোজ পায়েলের
  • অভিনেত্রীর শরীরী আবেদনে ভরে যাচ্ছে পোস্ট
  • নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছুঁটে এল নিন্দুকেরা
  • একের পর এক অশ্লীল মন্তব্য করে চলেছে নেটিজেনরা

পায়েল সরকারের হটনেস নিয়ে কারও কোনও সন্দেহ নেই। যেকোনও পোশাকেই তাঁর শরীরী আবেদন যেন ১০০-এ ১০০। এবারও তেমনই একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে অন্তর্বাসে প্রায় উন্মুক্ত পিঠে চুল আলগোছে ধরে আছেন তিনি। নিঃসন্দেহে হটনেস ছড়িয়ে পড়ছে তাঁর। তবে এই হটনেসেই আপত্তি নেটিজেনদের। একের পর এক নেটিজেনরা এসে স্লাটশেমিং করা চালু করেছেন পায়েলকে। যদিও পায়েল এসবের দিকে একমদই মন দেন না। তবে পোস্টে বিতর্ক বাড়ছে ক্রমশ। প্রসঙ্গত, রাজা চন্দের আগামী ছবির 'হারানো প্রাপ্তি নিরুদ্দেশ'-তে নায়িকার ভূমিকায় রয়েছেন পায়েল সরকার। 

বিপদ থেকেই প্রেমের শুরু, সেই প্রেম শুরু হতে না হতেই বাধাপ্রাপ্ত হল সমাজের কালো দিকটার কারণে। মৈনাক এবং একটি অচেনা মেয়ে। হঠাৎ করেই দেখা হয় তাদের। সেই দেখা হতে হতেই প্রেম। এভাবেই 'হারানো প্রাপ্তি' বদলে গেল 'নিরুদ্দেশ'-এ। রোম্যান্টিক থ্রিলারে মোড়া চিত্রনাট্য। প্রধান ভূমিকায় দেখা যাবে পায়েল সরকার এবং সোহম চক্রবর্তীকে। মৈনাকের ভূমিকায় দেখা যাবে সোহমকে। পোর্শা কোম্পানির অটোমোবাইরল ডিজাইনার হল মৈনাক সেন। কলকাতার বাইরে থাকা হয় কাজের সূত্রে। কোনও এক কারণে কলকাতা ফেরে সে। ফিরতেই জড়িয়ে পড়ে এক বিপদে। 

Latest Videos

 

 

বিপদের রূপে ভালবাসা নিয়ে আসেন পায়েল সরকার। তিনি থাকছেন সোহমের বিপরীতে। পায়েলকে কিছু গুন্ডাদের থেকে উদ্ধার করে মৈনাক। শহর জুড়ে পালিয়ে বেড়াতে থাকে তারা। পালাতে পালাতেই শুরু হয় তাদের প্রেমকাহিনি। মৈনাক তাকে তার দেশের বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর ফের নিখোঁজ হয়ে যায় মেয়েটি। তারপরই শুরু হল মৈনাকের যুদ্ধ। যুদ্ধের ময়দানে তার পাশে এসে দাঁড়াবে জাহিদা এবং আসলাম। জাহিদার ভূমিকায় দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আসলামের চরিত্রে থাকছেন সৌরভ দাস। প্রেমকাহিনি এবং থ্রিলারে ভরা ছবির চিত্রনাট্য। 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts