খুন করতে পারে না সাগ্নিক, বিবাহিত পুরুষের সঙ্গে কেন রিলেশনে ছিল পল্লবী? পাল্টা অভিযোগ প্রাক্তন স্ত্রীর

বিতর্কের মধ্যেই মুখ খুললেন সাগ্নিকের  প্রাক্তন স্ত্রী সুকন্যা মান্না। সুকন্যা জানিয়েছেন, গত প্রায় দু বছর ধরেই পল্লবী ও সাগ্নিকের সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই তার। তার দাবি আমার এবং সাগ্নিকের বিয়ের সমস্তটাই জানত পল্লবী। এবং তিনি আরও বলেন পল্লবী আমারই বন্ধু ছিল। সাগ্নিক ওকে চিনতই না। আমার মাধ্যমেই ওদের পরিচয় হয়েছিল। আমাকে লুকিয়েই পল্লবী সাগ্নিকের সঙ্গে মেলামেশা করত যা আমার কাছে কোনওদিনই স্বীকার করত না। এবং নিজের বান্ধবীর সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতার কথা জেনেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সুকন্যা। তবে সাগ্নিককে নিয়ে যা যা অভিযোগ তুলেছে পল্লবীর পরিবার তা নিয়ে মুখ খুলেছেন  সুকন্যা।

টেলি অভিনেত্রী পল্লবীর মৃত্যুজট ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। ইতিমধ্যেই পল্লবীর রহস্য মৃত্যুতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে প্রয়াত অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী। সময় যত এগোচ্ছে ততই যে পল্লবীর মৃত্যু মামলায় নতুন নতুন তথ্য উঠে আসছে। পল্লবীর বাবা সাগ্নিকের বিরুদ্ধে খুন, প্রতারণা সহ একাধিক অভিযোগ করেছে। যার কারণেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া  পল্লবীর বাবা আরও বলেন, মেয়ে একটুতেই রেগে যেত কিন্তু তাই বলে আত্মহত্যা তা কোনওমতেই সম্ভব নয়। তিনি বলেছেন, সাগ্নিক বিবাহিত, নিজের বউ থাকা সত্বেও  সাগ্নিক পল্লবীর সঙ্গে লিভ-ইন করত, তা পুরোটাই জানত সাগ্নিকের পরিবার। সাগ্নিক বিয়ের খবরও অনেক পরে জানতে পারে পল্লবী। সাগ্নিকের প্রাক্তন স্ত্রী সুকন্যা মান্নার নামও বারবার জড়িয়ে পড়ছে এই বিতর্কে। শেষমেষ এই বিতর্কের মধ্যেই মুখ খুললেন সাগ্নিকের  প্রাক্তন স্ত্রী সুকন্যা মান্না।

সুকন্যা জানিয়েছেন, গত প্রায় দু বছর ধরেই পল্লবী ও সাগ্নিকের সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই তার। তার দাবি আমার এবং সাগ্নিকের বিয়ের সমস্তটাই জানত পল্লবী। এবং তিনি আরও বলেন পল্লবী আমারই বন্ধু ছিল। সাগ্নিক ওকে চিনতই না। আমার মাধ্যমেই ওদের পরিচয় হয়েছিল। আমাকে লুকিয়েই পল্লবী সাগ্নিকের সঙ্গে মেলামেশা করত যা আমার কাছে কোনওদিনই স্বীকার করত না। এবং নিজের বান্ধবীর সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতার কথা জেনেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সুকন্যা। তবে সাগ্নিককে নিয়ে যা যা অভিযোগ তুলেছে পল্লবীর পরিবার তা নিয়ে মুখ খুলেছেন  সুকন্যা।

Latest Videos

 

 

সুকন্যা প্রাক্তন স্বামীর পাশে দাঁড়িয়ে বলেন, গত ৭ বছর ধরে আমি সাগ্নিককে চিনি। তবে যতটুকু চিনিও কাউকে খুন করতে পারে না। এখন আমার সঙ্গে যোগাযোগ নেই ঠিকই তবে আমি ওকে সেই ছোটবেলা থেকে চিনি। ও এমনটা করার ছেলে নয়। কিন্তু পল্লবীও যে খুব ভাল তা কিন্তু নয়। যে ছেলের  অন্য একজনের সঙ্গে রেজিস্ট্রি হয়েছে জেনেও যে রিলেশনশিপে জড়ায়, এবং বাড়ির লোক তা মেনে নেয় তাকে আর যাই হোক ভাল বলা যায় না। এমনকী ওর পরিবারও সব জানত। আমি নিজে ওর মাকে সাগ্নিক ও আমার বিয়ের কথা বলেছিলাম। তিনি একটাই উত্তর দিয়েছিলেন, মেয়ে যা করবে আমি কিছু বলতে পারব না। এখানেই শেষ নয় প্রাক্তন স্বামীর আর্থিক প্রতারণা নিয়েও মুখ খোলেন সুকন্যা। তিনি বলেন,সাগ্নিক ভাল বাড়ির ছেলে, ওদের অবস্থাও বেশে ভাল। আগেও সে দামী গাড়ি নিয়ে ঘুরত। এমনকী পল্লবীর বাড়ির অবস্থা মোটেই ভাল নয়।  ওর বাবার স্টেশনের পাশেই ঝালমুড়ির দোকান। সাগ্নিকের পয়সাতেই চলত পল্লবীর পরিবার। তবে আর্থিক প্রতারণা সাগ্নিক কোনওভাবেই করতে পারে না। সুকন্যা এই মন্তব্য ঘিরেও জোর চাঞ্চল্য শুরু হয়েছে। প্রাক্তন স্বামীর পাশে যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সুকন্যা তা নিয়ে নয়া সন্দেহ দানা বাঁধছে।

আরও পড়ুন-বিয়ের জল্পনার মাঝেই বোমা ফাটালেন অর্জুন, তবে কি মালাইকার সঙ্গে ছাদনাতলায় যেতে নারাজ অভিনেতা?

আরও পড়ুন-লাস্যে ভরা মাখনের মতো শরীরে উপচে পড়ছে যৌনতা, কিলার লুকে আগুন জ্বালালেন নুসরত

আরও পড়ুন-ঠান্ডা মাথায় ছক কষেই কি পল্লবীকে খুন করেছে সাগ্নিক? গভীর রাতের জেরায় উঠে এল নয়া তথ্য

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari
রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
বেআইনি বহুতল আবাসন নির্মাণে Mamata Banerjee-কে কাঠগড়ায় তুললেন Suvendu Adhikari, দেখুন
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar