জিৎ-নুসরত নয়, পাভেলের পরবর্তীতে থাকছেন আবির-সোহিনী

  • পরবর্তী ছবির খবর প্রকাশ্যে
  • পাভেলের সঙ্গে জুটি বাঁধছেন আবির
  • পরবর্তীতে থাকছেন না জিৎ-নুসরত
  • এপ্রিল মাসে শুরু শ্যুটিং

সম্প্রতি মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত ছবি অসুর। সেই ছবিতেই জুটি বেঁধেছিলেন জিৎ-আবির-নুসরত। ছবি মুক্তর পর থেকেই তা বক্স অফিসে হিট। একদিকে সম্পর্কের টানা পোড়েন, অন্যদিকে কলকাতার বুকে ঘটে যাওয়া এক জীবন্ত ঘটনার প্রতিছবি। দুই মিলিয়ে দর্শকদের মনে জায়গা করেনিল অসুর। 

আরও পড়ুনঃ গ্রীষ্মের ছুটিতেই 'বেলাশুরু', পাঁচ বছর পর পর্দায় আসছে প্রতীক্ষিত ছবি

Latest Videos

সম্পূর্ণ ভিন্ন ঘরানার ছবি তৈরি করলেন পালেন। এর আগে দর্শকেরা রসোগোল্লার সময় ছবির সাক্ষী থেকেছে। সেই পরিচালকের হাত থেকেই বেড়িয়ে এল অসুর-এর মত একটি আনকোড়া সম্পর্কের গল্প, তাতে অনেকেরই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।  এরই মাঝে প্রকাশ্যে এল পাভেলের পরবর্তী ছবির খবর। সেখানেই এবার জুটি বাঁধছেন আবির ও সোহিনী।

মার্চ মাস থেকে শুরু হবে ছবির কাজ। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাভেল জানান তাঁর পরবর্তী ছবির খবর। এখনও পর্দায় রয়েছে অসুর ঝড়। তারই মধ্যে নতুন ছবির খবর। অন্যদিকে শহরের বেশ কয়েকটি বড় হলে দেখা মিলছে না অসুরের। শো টাইম কম হওয়ার ফলে অনেকেই এখনও দেখে উঠতে পারেনি এই ছবি। দশকের প্রথম বাংলা ছবি দর্শকদের উপহার দিতে পেরে বেজায় খুশি পাভেল। 
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু