জিৎ-নুসরত নয়, পাভেলের পরবর্তীতে থাকছেন আবির-সোহিনী

Published : Jan 09, 2020, 04:34 PM ISTUpdated : Jan 09, 2020, 04:44 PM IST
জিৎ-নুসরত নয়, পাভেলের পরবর্তীতে থাকছেন আবির-সোহিনী

সংক্ষিপ্ত

পরবর্তী ছবির খবর প্রকাশ্যে পাভেলের সঙ্গে জুটি বাঁধছেন আবির পরবর্তীতে থাকছেন না জিৎ-নুসরত এপ্রিল মাসে শুরু শ্যুটিং

সম্প্রতি মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত ছবি অসুর। সেই ছবিতেই জুটি বেঁধেছিলেন জিৎ-আবির-নুসরত। ছবি মুক্তর পর থেকেই তা বক্স অফিসে হিট। একদিকে সম্পর্কের টানা পোড়েন, অন্যদিকে কলকাতার বুকে ঘটে যাওয়া এক জীবন্ত ঘটনার প্রতিছবি। দুই মিলিয়ে দর্শকদের মনে জায়গা করেনিল অসুর। 

আরও পড়ুনঃ গ্রীষ্মের ছুটিতেই 'বেলাশুরু', পাঁচ বছর পর পর্দায় আসছে প্রতীক্ষিত ছবি

সম্পূর্ণ ভিন্ন ঘরানার ছবি তৈরি করলেন পালেন। এর আগে দর্শকেরা রসোগোল্লার সময় ছবির সাক্ষী থেকেছে। সেই পরিচালকের হাত থেকেই বেড়িয়ে এল অসুর-এর মত একটি আনকোড়া সম্পর্কের গল্প, তাতে অনেকেরই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।  এরই মাঝে প্রকাশ্যে এল পাভেলের পরবর্তী ছবির খবর। সেখানেই এবার জুটি বাঁধছেন আবির ও সোহিনী।

মার্চ মাস থেকে শুরু হবে ছবির কাজ। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাভেল জানান তাঁর পরবর্তী ছবির খবর। এখনও পর্দায় রয়েছে অসুর ঝড়। তারই মধ্যে নতুন ছবির খবর। অন্যদিকে শহরের বেশ কয়েকটি বড় হলে দেখা মিলছে না অসুরের। শো টাইম কম হওয়ার ফলে অনেকেই এখনও দেখে উঠতে পারেনি এই ছবি। দশকের প্রথম বাংলা ছবি দর্শকদের উপহার দিতে পেরে বেজায় খুশি পাভেল। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?