গ্রীষ্মের ছুটিতেই 'বেলাশুরু', পাঁচ বছর পর পর্দায় আসছে প্রতীক্ষিত ছবি

Published : Jan 09, 2020, 01:56 PM ISTUpdated : Jan 09, 2020, 02:10 PM IST
গ্রীষ্মের ছুটিতেই 'বেলাশুরু', পাঁচ বছর পর পর্দায় আসছে প্রতীক্ষিত ছবি

সংক্ষিপ্ত

বেলাশুরু মুক্তির অপেক্ষা চলতি বছর গ্রীষ্মেই মিলতে পারে নতুন ছবির দেখা বেলাশুরুর কাস্ট দেখা যাবে এই ছবিতেও  নয়া গল্পের অপেক্ষায় এখন দর্শকেরা

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় মানেই গ্রীষ্মের মরসুমে এক নতুন চমক। কিন্তু এবার সেই তকমা ঘুচেছে। এখন বছরভরই দেখা মেলে এই পরিচালক জুটির ছবি। বেলাশেষে ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। তখন থেকেই প্রকাশ্যে এসেছিল বেলাশুরু-র নাম। কিন্তু সেই ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে পরিচালক দ্বয় কিছুই নিশ্চিত করে জানাননি। 

আরও পড়ুনঃ 'হাফ প্যান্ট হাফ স্যালারি ফুল প্যান্ট ফুল', নয়া বার্তা অনিবার্ণের

এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। মুক্তি পেয়েছে একের পর এক ছবি। সব ছবিই একপ্রকার সাফল্যের মুখ দেখেছে। ফলে এই পরিচালক জুটির থেকে দর্শকেরা এখন নতুন নতুন ছবি ও গল্পের আশায় দিনগোনে। সম্পূর্ণ পারিবারিক ছবি বেলাশেষে। দীর্ঘদিন ধরে তা প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল। এবার মুক্তি পেতে চলেছে বেলাশুরু।

আরও পড়ুনঃ সাত পাকে বাঁধা পড়লেন পরম-রাইমা, উস্কে দিলেন পুরোনো নস্ট্যালজিয়া

ছবির কাস্ট একই। অভিনয়ে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রানী দত্ত, মনামি ঘোষ, অনিন্দ্য চট্টোপাধাযায়, শঙ্কর চক্রবর্তী ও আরও অনেকে। প্রতিটি বছরই নয়া ছবির চমক দর্শকদের উপহার দেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তবে এই ছবির প্রতি দর্শকদের উত্তেজনার পারদ বিগত পাঁচ ধরেই তুঙ্গে। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?