আনলক পাসওয়ার্ড! প্রকাশ্যে এল ছবির প্রথম দুই পোস্টার

Published : Aug 28, 2019, 01:20 PM ISTUpdated : Aug 28, 2019, 01:22 PM IST
আনলক পাসওয়ার্ড! প্রকাশ্যে এল ছবির প্রথম দুই পোস্টার

সংক্ষিপ্ত

প্রকাশ্যে এল পাসওয়ার্ড ছবির পোস্টার পুজোতেই মুক্তি পাবে ছবি প্রকাশ্যে চরিত্রদের নাম ও ভুমিকা সম্প্রতিই প্রকাশিত হবে ছবির ট্রেলার

গত বছর শেষ থেকেই শুরু হয়েগিয়েছিল পাসওয়ার্ড ছবির কাজ। মাঝে বেশ কয়েকদিনের বিরতি থাকলেও পরিশেষে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিন। সাংসদ দেব দুদিকই খুব সুক্ষ্মভাবে ব্যালন্স করেছিলেন বছরের প্রথমে। একদিকে লোকসভা নির্বাচন তো অন্যদিকে ইদের মুক্তি কিডন্যাপ। এই দুয়েই জেরেই ধামা চাপা পরে যায় পাসওার্ড ছবির শ্যুটিং। 

আরও পড়ুনঃ মাশার্ল আর্ট-এর পরম্পরা! শাহরুখ পরিবারের তৃতীয় সদস্য আব্রামের ছবি ঘিরে জল্পনা

 

একই সঙ্গে পাঁচ অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে এই ছবিবে। ছবির মুক্তি চলতি বছর পুজোতেই। চরিত্রদের নতুন লুক প্রকাশ্যে এসেছিল বেশ কয়েকদিন আগেই। এবার সেই ছবিরই পোস্টার মুক্তি পেল। যা দেখা মাত্রই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হল আরো বেশি কৌতুহল। দুই পোস্টারেই রয়েছেন ছবির পাঁচ সদস্য। প্রকাশ্যে এল তাঁদের নাম ও ভুমিকা।

আরও পড়ুনঃ সানিয়ার বায়োপিকে শ্রদ্ধা, বলিউডে জল্পনা তুঙ্গে

 

 

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার। সেখানেই দেখা গিয়েছিল যে সমাজের আরেক অন্ধকার দিক, তা হল সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের মধ্যে দিয়েই সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়া নানা সমস্যাগুলোকেই এবার তুলে ধরার পালা। এমন অনেক কাজই আমরা করে থাকি যার ফলাফল হতে পারে ভয়াবহ। মানুষের মনে কৌতুহলের পারদ চরিয়েই মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?