সর্বনাশ কান্ড! অন ক্যামেরায় পোশাক পালাচ্ছেন এই বিখ্যাত নায়িকা, ভিডিও দেখে চোখ ছানাবড়া

ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন পূজা। ক্যামেরার সামনেই শাড়ি পরতে দেখা গেছে অভিনেত্রীকে। শুধু তাই নয়, শাড়ি পরে নিজের মেক আপও নিজেই করেছেন নায়িকা। ছেলে হওয়ার পরও এমন মারকাটারি ফিগার দেখে কুপোকাত হয়েছেন ভক্তরা।  ক্যামেরার সামনে শাড়ি পরে ভিডিও পোস্ট করতেই অভিনেত্রীকে দেখার জন্য পাগল হয়ে গেছেন ভক্তরা। নেটদুনিয়ায় উপচে পড়ছে ভিড়, ঝড়ের গতিতে ভিডিও সুপার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ছোটপর্দা থেক বড়পর্দা  দাঁপিয়ে বেড়াচ্ছেন বঙ্গতনয়া পূজা বন্দ্যোপাধ্যায়। হিন্দি ধারাবাহিক দেব কি দেব মহাদেব থেকে ছেলে হওয়ার পরেই হইচই -এর বিখ্যাত ওয়েব সিরিজ পাপ-এ র দ্বিতীয় সিরিজে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়।অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। বঙ্গতনয়া পূজা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন পূজা। টলিউড অভিনেতা দেবের বিপরীতে চ্যালেঞ্জ ২ ছবিতে অভিনয় করে বাংলার দর্শকদেরও খুব কাছের হয়ে গেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অভিনেত্রী যা কান্ড ঘটালেন তাতে চক্ষু ছানাবড়া হয়েছে নেটিজেনদের।

ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন পূজা। ক্যামেরার সামনেই শাড়ি পরতে দেখা গেছে অভিনেত্রীকে। শুধু তাই নয়, শাড়ি পরে নিজের মেক আপও নিজেই করেছেন নায়িকা। ছেলে হওয়ার পরও এমন মারকাটারি ফিগার দেখে কুপোকাত হয়েছেন ভক্তরা।  ক্যামেরার সামনে শাড়ি পরে ভিডিও পোস্ট করতেই অভিনেত্রীকে দেখার জন্য পাগল হয়ে গেছেন ভক্তরা। নেটদুনিয়ায় উপচে পড়ছে ভিড়, ঝড়ের গতিতে ভিডিও সুপার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Latest Videos

 

 

সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে শাড়ির প্রতি ভালবাসার  কথা প্রকাশ করেছেন পূজা। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ব্লাউজের দড়ি আটকাচ্ছেন অভিনেত্রী এরপর কুঁচি করলেন। তারপর শাড়ির প্লিট করেই শেষে টাচ আপ করে নিলেন  পূজা। ভিডিওর ক্যাপশনে লেখা, গত রাতের গল্প।  ভিডিও পোস্ট হতেই লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। ২০২০ সালের লকডাউনেই রেজিস্ট্রি করে বিয়ে সেরে নিয়েছিলেন এই জুটি । রেজিস্ট্রি করে বিয়ে করার পরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন পূজা, তাদের একটি ছেলেও রয়েছে, নাম কৃশিব।  ছেলে কৃশিবকে সঙ্গে নিয়েই ১৫ নভেম্বর কুণাল ভার্মার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। জমকালো বাঙালি বিয়ের আসর বসেছিল গোয়ায়। বিয়ের প্রতিটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।  লকডাউনেই রেজিস্ট্রি করে বিয়ে সেরে নিয়েছিলেন এই জুটি। করোনাই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সামাজিক বিয়েতে। কম অতিথি নিয়ে বিয়ে হোক এটা কখনওই চাননি, জাঁকজমক বিয়ে করারই ইচ্ছে ছিল  পূজা-কুণালের। ছেলে কৃশিবকে নিয়ে সেই ইচ্ছেপূরণ করেছেন তারকা দম্পতি। পূজা বন্দ্যোপাধ্যায়   ও কুণাল ভার্মা সর্বদাই রয়েছেন শিরোনামে। বেবিবাম্প থেকে বেবি সাওয়ারেরে প্রতিটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন পূজা ও কুণাল ভার্মা।

আরও পড়ুন-সেক্স-যৌনতার নেশায় নয়, মুহূর্তে বদলে যাচ্ছে জীবন, ৪০ ছুঁইছুঁই প্রিয়ঙ্কা ফাঁস করলেন সিক্রেট

আরও পড়ুন-শারীরিক সম্পর্ক ভুলেই বিচ্ছেদের পথে হাঁটলেন সিদ্ধার্থ- কিয়ারা, কেন আলাদা হল 'শেরশাহ' জুটি?

আরও পড়ুন-বিয়ের আগেই উদ্দাম সহবাস, আথিয়ার জন্যই কি মুম্বইতে ফ্ল্যাট ভাড়া নিলেন কে এল রাহুল

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM