সৃজিতপত্নীর রূপে মুগ্ধ এপার থেকে ওপার বাংলা, মিথিলার পুজো লুকে ঘায়েল আট থেকে আশি

  • পুজোর আগে বিশেষ অবতারে ধরা দিলেন মিথিলা
  • সৃজিত পত্নীর রূপে মুগ্ধ আট থেকে আশি
  • এপার থেকে ওপার বাংলা, চোখ কপালে ভক্তদের
  • ভিডিওতে ভাইরাল বাংলাদেশি সুন্দরী মিথিলা

মিথিলার রূপে মুগ্ধ এপার বাংলা থেকে ওপার বাংলা। তাঁর স্নিগ্ধতায় মিশে গিয়েছে কবিতার ছন্দ। বিনা মেকআপেই সৌন্দর্যের ভিন্ন রূপ তুলে ধরার ক্ষমতা রাখেন এই বাংলাদেশি সুন্দরী। মিথিলার লাবণ্যে মন জুড়িয়ে যায় নেটিজেনের। ভক্তদের চোখ ধাঁধায় তাঁর পুজোর লুকে। সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন এক পোস্টেই। রফিয়ত রসিদ মিথিলা। নাম শুনলে উত্তেজিত হয় ওঠে ভক্তমহল। নেটদুনিয়ার তারকাদের কেবল গ্ল্যামারাস ফোটোশ্যুট, টিকটক ভিডিও এছাড়া মজার ভিডিও কিংবা পোস্টে থেকে যায় একঘেয়েমি। সেখানেই নতুনত্য নিয়ে হাজির হন মিথিলা। 

সম্প্রতি মিথিলার সৌন্দর্য নয় তাঁর মাতৃত্বে মুগ্ধ হল গোটা নেটদুনিয়া। মেয়ে আয়রাকে নিয়ে সময় কাটাচ্ছেন শান্তিনিকেতনে। সেখানে একটি রুফটপ পার্টির ভিডিও পোস্ট করলেন মিথিলা। যেখানে তাঁর পরিচিত মহলের কয়েকজন গান বাজনা করছেন। এই হল মিথিলার কাছে নিখাঁদ ভালবাসা। পরিচিত মানুষ এবং তাদের সঙ্গে কাটানো মুহূর্ত। এছাড়া সাইকেল নিয়ে শান্তিনিকেতনের এক মাঠে খেলছেন মিথিলা, সেই ছবি ভিডিও প্রকাশ্য এসেছে। হলুদ রঙের শাড়িতে দেখা গিয়েছে মিথিলাকে। 

Latest Videos

 

 

কালো স্লিভলেস ব্লাউজের সঙ্গে টিউনিং করেছিলেন বাংলাদেশি সুন্দরী। অন্যদিকে নীল পোশাকে দেখা যাচ্ছে আয়রাকে। শর্টস এবং নীল টপে মায়ের সঙ্গে খেলে বেড়াচ্ছে আয়রা। মা-কে আয়রা সাইকেল চালানো শেখাচ্ছে কি। এমনটাই মনে হচ্ছে মিথিলার শেয়ার করা ছবিগুলি দেখে। মায়ের সাইকেলের পিছনে মাঠে দৌঁড়ে বেড়াচ্ছে আয়রা। মা ও মেয়ের অ্যালবামে মন ভরেছে সাইবারবাসীদের। তবে মিসিং সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের অনুপস্থিতিতে মা-মেয়ের মজার মুহূর্তে এখন নেটিজেনদের বড়ই প্রিয় হয়ে উঠেছে।

Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?