লকডাউনে প্রতিটা পরিবারের গল্পই বেশ খানিকটা এক। সকালে উঠে নেই কাজের ব্যস্ততা, তবে যাঁরা বাড়ি থেকেই করছেন কাজ, তাঁদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। পরিবার ও অফিস দুই সামলাতে হচ্ছে। পাশাপাশি খেয়াল রাখতে হচ্ছে বাড়িতে থাকা ছোট সদস্যদের। স্কুলে যাওয়া নয়, বাড়ি থেকেই চলছে অনলাইন ক্লাস, তাই তাদেরকেও সময় মত তৈরি করে বসিয়ে দেওয়া ফোন, ল্যাপটপ, ডেক্সটপের সামনে। এমনই এক রাতে মেয়েকে নিয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন মিথিলা, কিন্তু এ কী হল!
আরও পড়ুনঃ ফাঁস হল নবাব বধূর 'বেডরুম সিক্রেট', লজ্জায় রাঙা বেবো
এমনই এক চমক রেখে গেল এবার সৃজিত পত্নী মিথিলার শর্ট ফিল্মে। লকডাউনের সময় বিনোদন জগত এখন ঘরে বন্দি। ঘরে থেকেই তারকারা একের পর এক ভিডিও শেয়ার করছেন, ছবি শেয়ার করছেন, পাশাপাশি লকডাউনে ট্রেন্ড হয়েছে লকডাউন শর্টফিল্ম। সাধ্যমত বাড়িতে থেকেই কাজ করছেন তারকারা। টলিউডে ইতিমধ্যে বেশ কয়েকটি শর্টফিল্ম সামনে উঠে এসেছে। এবার শর্টফিল্মে তাক লাগালেন মিথিলা।
বাড়িতে বসেই পরিবারের সদস্যদের সাহায্যে বানিয়ে ফেললেন শর্টফিল্ম। যা মুক্তি পেল মিথিলার সোশ্যাল চ্যানেলে। নাম, দ্য ফরগটন ওয়ান। ছবির গল্প লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় লেখন ইরেশ জাকর, যিনি সম্পর্কে মিথিলার জামাইবাবু। দেড় মিনিটের এই শর্টফিল্মের শেষ চমকেই যেন বাজিমাত। সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার হতে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস