জড়িয়ে ধরে আদরের চুম্বন, জন্মদিনে রাহুল ও রুকমার গদগদ ঘনিষ্ঠতার ছবি উস্কে দিল প্রেমের জল্পনা


জন্মদিনের পার্টিতে সকলের মধ্যে নজর কেড়েছেন রাহুল ও রুকমা। সকলের সামনেই জড়িয়ে ধরে চুমুতে আদরে ভরিয়ে দিয়েছেন রাহুল।  সেই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক। এই ছবি নিয়েই প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।

দেখতে দেখতে ৪০ এর কোটায়। গতকাল অর্থাৎ ১৬ অক্টোবর ৩৯ বছরে পা দিয়েছেন টলি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে একন আর তিনি রাহুল নয়, বরং সকলের কাছে  বিক্রম দস্তিদার নামেই বেশি পরিচজিত। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লালকুঠিতে ফাটিয়ে অভিনয় করছেন রাহুল এবং লালকুঠিতে রুকমা রায়ের সঙ্গে তার জনপ্রিয়তা সকলেরই জানা। সম্প্রতি জন্মদিনেও  পুরো লালকুঠি পরিবারের সঙ্গে একসঙ্গে দেখা গেছে  রাহুল ও রুকমাকে। তবে সকলের মধ্যে রাহুল ও রুকমার কেমিস্ট্রি ছিল নজরকাড়া।

বিশেষ বন্ধু রাহুলের জন্মদিনে পুরো সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন রুকমা । তবে একা নয়, বরং পুরো লালকুঠি টিমকে সঙ্গে নিয়েই এই পার্টির আয়োজন করেছিলেন। প্রথমে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে বিজয়া সম্মিলনী বলা হয়েছিল। তারপরই সারপ্রাইজ দিয়েছেন টিমের সকলে। দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন রুকমা। মেনুতে ছিল সাউথ ইন্ডিয়ান খাবার।  কেক কেটে মজা করে জন্মদিন সেলিব্রেট করেন রাহুল।

Latest Videos

 

জন্মদিনের পার্টিতে সকলের মধ্যে নজর কেড়েছেন রাহুল ও রুকমা। সকলের সামনেই জড়িয়ে ধরে চুমুতে আদরে ভরিয়ে দিয়েছেন রাহুল।  সেই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক। এই ছবি নিয়েই প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। রাহুলের সঙ্গে নিজের নাম জড়াতেই রুকমা প্রথমসারির সংবাদমাধ্যমকে বলেন, আমার আর রাহুল দার নির্ভেজাল বন্ধুত্ব রয়েছে। সেই বন্ধুত্ব থেকেই অনেক শুভ কামনা রাহুলদার জন্য। রাহুল বই পড়তে খুব ভালবাসে তাই উপহার হিসেবে বই দিয়েছেন রাহুলকে। তবে এটাও জানিয়েছেন , সবটাই বলে দেব, কিছুটা ব্যক্তিগত থাক। উল্লেখ্য, জি বাংলার দেশের মাটি ধারাবাহিকের রাজা ও মাম্পিকে নিয়ে এখনও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা তুঙ্গে।। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় এবং অভিনেত্রী রুকমা রায়। যারা এখনও রাম্পি নামেই পরিচিত দর্শকমহলে।  দেশের মাটি ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে রাজা-মাম্পি জুটি। এই ধারাবাহিক শেষ হওয়ার ছয় মাসের মধ্যেই লালকুঠি দিয়েই কামব্যাক করেছেন রাহুল ও রুকমা। সুরিন্দর ফিল্মসের ব্যানারে এবং শুভেন্দু চক্রবর্তীর পরিচালনায়এই ধারাবাহিক জুটি বেঁধেছিলেন রাহুল ও রুকমা। একঘেয়েমি সংসার-প্রেমের গল্প থেকে খানিকটা স্বাদ পরিবর্তন করবে  ধারাবাহিক  'লালকুঠি', তেমনটাই মনে করছিলেন সকলে, তবে রাজা ও মাম্পির সেই রসায়ন এই ধারাবাহিকে ধরা পড়েনি, তাই শোনা যাচ্ছে পুজোর পর এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে।

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury