ইউভানের বাবা রাজ, বেমালুম ভুলে গিয়ে এ কী করছেন তিনি, শুভশ্রীর প্রতিক্রিয়া হল ভাইরাল

  • ছেলেকে নিয়ে কোনও ধকল হয় না শুভশ্রী গঙ্গোপাধ্যায়
  • অথচ বরকে নিয়ে নাজেহাল অবস্থা অভিনেত্রীর
  • বন্ধু বান্ধবদের কাছে পেয়ে ছেলেবেলায় ফিরে গেলেন রাজ চক্রবর্তী
  • রুফটপ রেস্তোরাঁয় এ কী করছেন পরিচালক

ইউভানের মত শান্ত আর দু'টো নেই। এমনই অনুমান করা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর পোস্ট করা ভিডিও, ছবিতে। একের পর এক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে ইউভানে। প্রতিটি ছবিতেই খুবই শান্ত চাউনি নিয়ে সে তাকিয়ে থাকে ক্যামেরার দিকে। তাই এই কয়েক মাসের ছেলেকে নিয়ে শুভশ্রী নেই কোনও চিন্তা। তবে বরকে নিয়ে এদিকে চিন্তিত হয়ে পড়েছেন শুভশ্রী।

কয়েক মাসের ইউভানকে নিয়ে যে চিন্তা শুভশ্রীর নেই, সেই চিন্তাই ক্রমশ বাড়ছে রাজকে নিয়ে। বন্ধ বান্ধবকে পাশে পেয়েই রাজ ভুলেই গেলেন যে তিনি ছেলের বাবা। উল্টে আবার ছেলেবেলায় ফিরে গিয়েছেন তিনি। রুফটপ রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে দেদার আড্ডায় মজেছেন তিনি। বাচ্চা ছেলেদের মত ভিডিও করে গোটা রুফটপ রেস্তোরাঁর মাঝে পাগলামোয় মেতেছেন তাঁরা। তাই দেখে অবাক শুভশ্রী। 

Latest Videos

আরও পড়ুনঃবলিউডকে পিছনে ফেলে OSCAR-এর মঞ্চে 'জাল্লিকাট্টু', মনোয়ন পেল মালয়লাম ছবি

 

রাজের পোস্ট করা ভিডিওতে শুভশ্রীকে এক ঝলক দেখা গিয়েছে। সেখানে শুভশ্রীর প্রতিক্রিয়া দেখে হাসি চেপে রাখা ভারি মুশকিল। সাদা পোশাক পরে রাজের দিকে হা করে তাকিয়ে তিনি। কমেন্ট সেকশনে এই প্রতিক্রিয়া দেখে একের পর এক মন্তব্য করেই চলেছে সকলে। "শুভশ্রীকে বোধহয় ইউভানকে নয়, বরং রাজকেই সামলাতে হবে", "এ কথা একেবারেই মিথ্যে নয়, বরকেও ছেলের মতই দেখতে হয় বউকে।" এমনই নানা মন্তব্যে ভরে চলেছে সোশ্যাল মিডিয়া ফিড। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari