Raj Chakraborty: অপেক্ষার অবসান, জোড়া সুখবর দিলেন রাজ চক্রবর্তী, খুশিতে ডগমগ ভক্তরা

রাজ চক্রবর্তী নিজের টুইটারে সুখবর দিয়েছেন ভক্তদের। তবে একটা নয়, বরং ভক্তদের জোড়া সুখবর দিয়েছেন পরিচালক রাজ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দুটি ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করলে রাজ চক্রবর্তী।  'ধর্মযুদ্ধ' এবং   'হাবজি গাবজি'-দুটো ছবিরই মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক রাজ চক্রবর্তী।

 

জোড়া সুখবর নিয়ে হাজির হয়েছেন টলিউড প্রযোজক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। করোনা যেভাবে চোখরাঙাচ্ছে  তাতে একাধিক ছবি মুক্তি পিছিয়ে গিয়েছে। একাধিক বাংলা ছবি এখনও বাক্সবন্দী করোনা অতিমারির বাড়বাড়ন্তে।বৃহস্পতিবার  সকাল সকাল ভক্তদের সুখবর দিলেন  রাজ চক্রবর্তী (Raj Chakraborty ) । চলতি বছরের শুরুতেই বড় পর্দায় আসতে চলেছে শুভশ্রীর আপকামিং ছবি 'ধর্মযুদ্ধ'। দুবছরের অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে। গত বছর এপ্রিলেই  'ধর্মযুদ্ধ'  মুক্তির দিনক্ষণ ঠিক করেছিল পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু করোনা পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে যায়। তারপর আবারও চলতি বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালেও ছবি মুক্তির ঘোষণা করে রাজ। তারপরও তা পিছিয়ে যায়। ২০১৯ সাল থেকেই ছবি মুক্তির দিন পিঁছিয়ে যাচ্ছে বারেবারে। তবে অবশেষে অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি 'ধর্মযুদ্ধ' ।

রাজ চক্রবর্তী নিজের টুইটারে সুখবর দিয়েছেন ভক্তদের। তবে একটা নয়, বরং ভক্তদের জোড়া সুখবর দিয়েছেন পরিচালক রাজ (Raj Chakraborty ) । দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দুটি ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করলে রাজ চক্রবর্তী।  'ধর্মযুদ্ধ' (Dharmajuddho) এবং   'হাবজি গাবজি'- (HabjiGabji) দুটো ছবিরই মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক রাজ চক্রবর্তী। দেখে নিন রাজ চক্রবর্তীর টুইটার পোস্টটি।

Latest Videos

 

 

চলতি বছরের ১২ আগস্ট মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty ) পরিচালিত ছবি  'ধর্মযুদ্ধ' (Dharmajuddho)  । ছবির নামেই বোঝা যাচ্ছে, ধর্মযুদ্ধের বিষয় ভাবনার। ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ, ধর্ম নিয়ে রাজনীতিই হল এই ছবির আসল প্রেক্ষাপট। 'ধর্মযুদ্ধ' মূলত একটি রাতে ঘটে যাওয়া দাঙ্গার কাহিনি।তবে ছবির বিষয়বস্তু ভীষণ প্রাসঙ্গিক। পরিণীতা-র পর ফের রূপোলি পর্দা মাতাতে আসছেন রাজ ঘরনি। শুভশ্রী ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র এবং স্বাতীলেখা সেনগুপ্ত। ছবিতে মুন্নীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজ  চক্রবর্তীর   'ধর্মযুদ্ধ' ছবিতে ফের নয়া অবতারে ঝড় তুলতে চলেছেন শুভশ্রী। অন্যদিক করোনাকালে সকলকে ছেড়ে চলে গেছেন স্বাতীলেখা সেনগুপ্ত, এই ছবিতেই অভিনয় তাকে ফের জীবন্ত করে তুলবে দর্শকদের কাছে। অন্যদিকে চলতি বছরের ৩ জুন মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'হাবজি গাবজি' (HabjiGabji)  । একদম অন্য ধরনের এক গল্প নিয়ে হাজির হচ্ছে শুভশ্রী ও পরমব্রতর জুটি। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। ছবির বিষয়বস্তু বাস্তবের চিত্রটাকে তুলে ধরবে। অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার শিশুমনে কতটা প্রভাব ফেলে, এটাই হল সিনেমার মূল বিষয়বস্তু। ইতিমধ্যেই ছবি মুক্তির দিন গুনতে শুরু করেছেন অনুরাগীরা।  

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari