দর্শকের প্রতিক্রিয়া নিয়ে কী জানালেন ভিঞ্চি দা-র তারকারা দেখে নিন

  • ছবির নিয়ে কী জানালেন তারকারা,  
  • সকাল থেকে দর্শকের কতটা প্রতিক্রিয়া পেলেন তারকারা 

আবারও এক সিরিয়াল কিলিং-এর গল্প নিয়ে তৈরি হল ছবি। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ভিঞ্চি দা। প্রিমিয়ার-এ এসে তারকারা দর্শকরে উদ্দেশ্যে কী জানালেন, প্রথম দিনে কতটা সারা জাগালো ভিঞ্চি দা, কি বলছেন তারকারাঃ

ছবির পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় জানান- সকাল থেকে বহু শুভেচ্ছা বার্তা পাচ্ছি। ১৬টির মতো ম্যাজেস পেয়েছি যেখানে সবাই বলেছেন ভালো লেগেছে। এখন দেখার অপেক্ষা দর্শকের প্রতিক্রিয়া।

Latest Videos

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায় উঠে এল ছবির স্টার কাস্ট- রুদ্রনীল এবং ঋত্বিক একই ফ্রেমে আছে, এটা দারুণ ব্যাপার। সৃজিৎ মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের একটা নাম, তার ছবি ব্লকবাস্টার হতেই হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি চাইব, সৃজিৎ, কৌশিক দা, চূর্নী দি সবার ছবিই চলুক, ভালো ছবি হচ্ছে দর্শক দেখুক। 

সৃজিৎ মুখোপাধ্যায়ের আগের সিরিয়াল কিলিং ছবি বাইশে শ্রাবণ-এর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন- শিল্পকে নিয়ে থ্রিলার সেটাই আমার অদ্ভূত লেগেছে। একজন মেকাপ আর্টিস্ট-এর জীবনে অনেক টানাপোড়েন থাকে। ভিঞ্চি দা তারই গল্প। অভিনেতাদের মধ্যে লড়াই দেখাও কিন্তু একটা থ্রিলার, এই ছবিতে এমন অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা একাংশ জমি ছেড়ে দেওয়ার পাত্র নয়। সৃজিৎ যেভাবে শুরুটা করেছিল ভিঞ্চি দা তারই সংযোজন। বাঙালীরা থ্রিলার পচ্ছন্দ করে। আমি সবাইকে বলব হলে এসে ছবিটা দেখুন।

ছবির অভিনেতা রুদ্রনীল ঘোষ,- খুব ভালো একটা টিম ওয়ার্ক ছিল ভিঞ্চি দা-তে। কেউ কাউকে ছাপিয়ে ওঠা নয়, প্রতেকেই চরিত্র হয়ে উঠেছে, সেটাই বড় প্রাপ্তী। বাংলায় এখন ভালো ছবি হচ্ছে, আরেকটা ভালো ছবি বানালেন সৃজিৎ মুখোপাধ্যায়, দর্শক দেখুক নিরাশ হবেন না।

ছবির সুর ও গানের দায়িত্বে থেকে অনুপম রায় জানালেন ইতিমধ্যেই গানের জনপ্রিয়তা তুঙ্গে- ট্রেলার যখন বেড়িয়েছে মানুষ ট্রেলারকে তখন ভালোবেসেছেন, গান যখন এসছে মানুষ গানটাকে ভালোবেসেছে এবার ছবিটাকে ভালোবাসার পালা।

ছবির অপর অভিনেতা অনির্বান ভট্টাচার্য্য- অবশ্যই আমি পুলিশ বলে ছবিতে একটা ইঁদুর দৌড় ব্যাপার আছে। আমি ছবিটা নিয়ে ভিষণ উৎসাহিত, দর্শকও আসুক দেখুক ভালোলাগবে।

ছবির অভিনেত্রী সোহিনী সরকার- আমার ছবির প্রস্তাবটা হাতে পাওয়ার পর হ্যাঁ বলতে বেশি সময় লাগেনি। দর্শক ছবিটা দেখছেন তাদের ভালো লাগছে। সবে তো পথ চলা শুরু এখনও অনেকটা পথ বাকি।

Share this article
click me!

Latest Videos

'পাপ দূর হয়েছে, হলদিয়ার BJP কর্মীরা আজ খুশি' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
Shankar Ghosh : বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শঙ্কর ঘোষ, দেখুন কী বলছেন তিনি
‘পিতৃপরিচয় সঠিক থাকলে আমাকে ছুঁয়ে দেখাক!’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ Humayun Kabir-কে
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের