রাজনীতির রঙে রঙিন টলিউড, কোন পার্টিতে অঙ্কুশ-ঋতাভরী, সোশ্যাল মিডিয়ায় রহস্যভেদ

  • একের পর এক তারকার যোগ টলিউডে 
  • ঝড়ের বেগে ভাইরাল সেলেবদের পোস্ট 
  • এমনই সময় সোশ্যল মিডিয়ায় রহস্য ভেদ অঙ্কুশ-ঋতাভরীর 
  • কোন পার্টিতে যোগ দিতে চলেছেন তাঁরা 

একের পর এক টলিউড সেলিব্রিটি বর্তমানে যোগ দিচ্ছে বিভিন্ন পার্টিতে। কারুর পছন্দ গেরুয়া কেউ আবার বেছে নিতে ব্যস্ত বর্তমান সরকারকে। বিধানসভা নির্বাচনের জোরকদমে নয়া খেলায় মেতেছে টলি সেলেবরা। ফলে বোঝাই যায় খেলা হবে এবার টলি পাড়াতেও। নানা রঙে রঙিন হয়ে ওঠে টলিউড সেলেবরা মাঠে ময়দানে মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবা করার ঘটনা নতুন নয়। তবে বিধানসভা ভোটের আগে যেন চমক' লাগছে সেলেব দুনিয়ায়।

 

Latest Videos

 

ফলে প্রতিদিনই ভক্তদের মনে প্রশ্ন থেকেই যায় আজ তবে নয় তালিকায় কে? নতুন কোন তারকা যোগ দিতে চলেছে পার্টিতে? আর সেই জল্পনা উড়িয়ে দিয়ে এবার প্রকাশ্যে জানালেন ঋতাভরী তিনি কোন পার্টিতে যোগ দিতে চলেছে। রাজনৈতিক মহলে বিভিন্ন সময় মুখ খুলতে দেখা গেলেও বর্তমানে সর্বাধিক যে পার্টিতে যোগদান একান্ত প্রয়োজন তাই বেছে নিলেন তিনি। আর সেটা হলো ভ্যাকসিন পার্টি। মানুষকে সুস্থভাবে বাঁচতে হলে, সুরক্ষিত থাকতে হলে এ পার্টি বর্তমানে সবথেকে বেশি মূল্য রাখে। মজার ছলে ভিডিও শেয়ার করলেও তা সকলের নজর কাড়ে।

অন্যদিকে পার্টিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন অঙ্কুশ। বর্তমানে প্রায় সপ্তাহ কার কাছে প্রস্তাব রয়েছে বিভিন্ন দলীয় পার্টিতে যোগ দেওয়ার। তাই অঙ্কুশ নিজে ঠিক কোন পার্টির জন্য উপযুক্ত সকলের সামনে তুলে ধরলেন। কোনরকম দলাদলিতে না গিয়ে তিনি সাফ জানালেন এক মত হাউস পার্টিতেই তিনি ফিট। তাও যদি সেই পার্টি অন্য কেউ দিয়ে থাকেন। মজার ছলে করো অঙ্কুশের এই পোস্ট ও ভক্তদের বেশ মন কেরেছে। পাশাপাশি এও স্পষ্ট করেছে যে এই দুই তারকা গায়ে কোন রাজনীতির রং লাগবে দিতে নারাজ।

Share this article
click me!

Latest Videos

নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার